ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী ওয়ার্ডে বারান্দায় এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও হাসপাতালে রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় রোগীরা ছোটাছুটি করে ওয়ার্ড থেকে বাইরে বেরিয়ে যায়।
হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি রোগীর স্বজন জানান, বেলা সাড়ে ১১টার দিকে গাইনি ওয়ার্ডের অবজারভেশন-২-এর বারান্দায় এসির আউটডোরে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এরপর চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। আতঙ্কে দৌড়ে বাইরে বের হয়ে যায় রোগী ও স্বজনেরা। ওয়ার্ডে দায়িত্বরতরা দ্রুত মেইন সুইচ অফ করে। সে কারণে কোনো রোগী বা ওয়ার্ডের কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এসির শব্দে রোগী ও রোগীর স্বজনরা দৌড়াতে থাকে তবে রোগীদেরও কোনো সমস্যা হয়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় দ্বিতীয় তলার ২১২ নম্বর ওয়ার্ডের বারান্দায় এসির আউটলেটে সামান্য বৈদ্যুতিক বিভ্রাট হয়েছে। এ কারণে ওয়ার্ডে থাকা রোগীরা ভয় পেয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ঢামেকের ২১২ নম্বর ওয়ার্ডে গাইনি বিভাগে দ্বিতীয় তলায় বারান্দায় বৈদ্যুতিক গোলযোগে এসিতে শব্দ হয়ে ধোঁয়া ছড়িয়ে পড়ে তাৎক্ষণিক ওয়ার্ডে থাকা দায়িত্ব-রা মেইন সুইচ বন্ধ করে দেয় সে কারণে বড় ধরনের কোন সমস্যা হয়নি। পরে ফায়ার সার্ভিস ও হাসপাতাল পরিচালক এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |