আইপিএল ২০২৫ আসরের বাকি অংশ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বৃহস্পতিবার (৮ মে) ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ চলাকালে আকস্মিকভাবে খেলা বন্ধ করে দেওয়া হয়। এরপরই বিসিসিআই জরুরি বৈঠক করে এ সিদ্ধান্ত নেয়। তথ্য নিশ্চিত করেছে হিন্দুস্তান টাইমস, এনডিটিভি এবং পিটিআইসহ ভারতীয় শীর্ষ গণমাধ্যমগুলো।
প্রথমে ফ্লাডলাইট বন্ধ হওয়াকে প্রযুক্তিগত সমস্যা হিসেবে দেখা হলেও পরে জানা যায়, পাকিস্তানের সম্ভাব্য হামলার আশঙ্কাতেই ম্যাচ বাতিল করা হয়েছে। ওই সময় জম্মু অঞ্চলে সীমান্ত ঘেঁষা এলাকায় পাকিস্তানি হামলার খবর নিশ্চিত হয়। দর্শকদের দ্রুত স্টেডিয়াম থেকে সরিয়ে নেওয়া হয় এবং খেলোয়াড়, আম্পায়াররা ফিরে যান ড্রেসিংরুমে।
বিসিসিআইয়ের একাধিক সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নিরাপত্তা বিষয়ে পরামর্শ পাওয়ার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সম্ভাব্য বিকল্প হিসেবে আগামী সেপ্টেম্বর মাসে আইপিএলের বাকি অংশ আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে, তবে তা নির্ভর করছে আন্তর্জাতিক সূচি ও বিদেশি ক্রিকেট বোর্ডগুলোর অনুমতির ওপর।
আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল পিটিআইকে বলেন, “আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। প্রতিনিয়ত তা বদলে যাচ্ছে। সরকারের কাছ থেকে এখনও নির্দিষ্ট কোনও নির্দেশ পাইনি। সবদিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেব।”
আজ (৯ মে) রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ বিষয়ে জানতে চাইলে ধুমাল জানান,“এখন পর্যন্ত আমরা ম্যাচটি আয়োজনের প্রস্তুতি নিচ্ছি। তবে পরিস্থিতি দ্রুত পাল্টে যেতে পারে। সব স্টেকহোল্ডারদের স্বার্থ রক্ষায় যেকোনো সময় সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে।”
আইপিএল স্থগিত হওয়ার এ ঘটনাকে ঘিরে ক্রিকেট অঙ্গনে, বিশেষত আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?