বাংলাদেশের সমসাময়িক বাস্তবতা ও স্বপ্নের প্রতিচ্ছবি নিয়ে নতুন গান প্রকাশ করতে যাচ্ছেন কণ্ঠশিল্পী তাবিজ ফারুক। গানটির শিরোনাম ‘নতুন বাংলাদেশ’। গানটির কথা ও সুর করেছেন সিঙ্গাপুর প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা আল ইসলাম খান। সঙ্গীত পরিচালনা করেছেন আল আমিন খান। ভিডিও নির্মাণও ইতোমধ্যে শেষ হয়েছে, পরিচালনায় ছিলেন বিএ ফরহাদ ও ক্যামেরায় ছিলেন পলাশ মণ্ডল। গত ৯ মে গানটি বিডি কেয়ার মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়।
সঙ্গীত পরিচালক আল আমিন খান বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও স্বপ্নকে ঘিরেই গানটির বিষয়বস্তু। আশা করছি গানটি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে। শিল্পী তাবিজ ফারুক বলেন, গানটির কথা অত্যন্ত হৃদয়স্পর্শী। এতে বর্তমান বাংলাদেশের চিত্র সুন্দরভাবে উঠে এসেছে। মিউজিকের দিক থেকেও এটি অনন্য।
আল ইসলাম খান সিঙ্গাপুরে কাজের পাশাপাশি অবসরে গান লেখেন, সুর করেন কখনও নিজেও গান। ইতোমধ্যে তার লেখা কথা ও সুরে কয়েকটি মউিজিক ভিডিও বের হয়েছে। এগুলো ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো-আমগো বাড়ি শরীয়তপুর, ওরা লুটেরাজ ওরা ভন্ড, দাঁড়াইওনা কন্যা তুমি আইসা নদীর পাড়ে প্রভৃতি উল্লেখযোগ্য।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?