clock ,

ফিজির প্রধানমন্ত্রীর কাছে জীবনযাত্রার অসন্তোষ জানালেন ২৬ বাংলাদেশি শ্রমিক

ফিজির প্রধানমন্ত্রীর কাছে জীবনযাত্রার অসন্তোষ জানালেন ২৬ বাংলাদেশি শ্রমিক

জীবনযাত্রার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ফিজিতে কর্মরত ২৬ জন বাংলাদেশি শ্রমিক। তারা সরাসরি দেশটির প্রধানমন্ত্রী সিটিভেনি রাবুকা-কে জানিয়েছেন, তাদের কর্মপরিবেশ জীবনমান একেবারেই সন্তোষজনক নয়। চুক্তিভঙ্গ, অপর্যাপ্ত খাবার দুর্বল আবাসন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা।

ফিজির জাতীয় দৈনিক দ্য ফিজি টাইমস-এর খবরে বলা হয়েছে, সেন্ট্রাল ডিভিশন অঞ্চলের একটি সুপার মার্কেটে কাজ করেন এই বাংলাদেশি শ্রমিকরা। সম্প্রতি রাবুকার সঙ্গে তাদের সাক্ষাৎ হয়, যেখানে তারা নিজেদেরদুর্দশার চিত্রতুলে ধরেন।

শ্রমিকদের অভিযোগ শুনে রাবুকা বলেন,“কোনো মানুষকে এমন পরিবেশে রাখা উচিত নয় যা তাদের মর্যাদার পরিপন্থী। আইন মেনে চলা এক বিষয়, কিন্তু শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষা করা আরও গুরুত্বপূর্ণ।

তিনি সংশ্লিষ্ট নিয়োগদাতাদের প্রতি আহ্বান জানান, যেন তারা শ্রমিকদের মৌলিক চাহিদা নিশ্চিত করে এবং মানবিক পরিবেশে কাজের সুযোগ দেয়। সেই সঙ্গে তিনি ফিজির কর্মসংস্থান মন্ত্রী অভিবাসন বিষয়ক মন্ত্রীকে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, প্রশান্ত মহাসাগরীয় এই দ্বীপরাষ্ট্রে প্রায় হাজার বিদেশি শ্রমিক কাজ করছেন, যাদের অর্ধেকের বেশি বাংলাদেশি। ফিজির নিজস্ব শ্রমিকরাও বিদেশে গিয়ে কাজ করছেন, ফলে প্রধানমন্ত্রী রাবুকা জানান,

যেভাবে আমরা চাই না আমাদের নাগরিকেরা বিদেশে বৈষম্যের শিকার হোক, তেমনি ফিজিতে অবস্থানরত বিদেশি শ্রমিকদের প্রতিও আমাদের দৃষ্টিভঙ্গি সমান হওয়া উচিত।

বাংলাদেশি শ্রমিকদের এই সরাসরি অভিযোগ উত্থাপন এবং প্রধানমন্ত্রীর দ্রুত পদক্ষেপের আশ্বাস ভবিষ্যতে দেশটিতে কর্মরত অভিবাসী শ্রমিকদের জন্য একটি ইতিবাচক নজির হিসেবে বিবেচিত হতে পারে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য