কাশ্মিরের পহেলগামে পর্যটকদের ওপর ভয়াবহ হামলার ঘটনার পর প্রথমবারের মতো রাজ্যের ৪৮টি পর্যটন কেন্দ্র বন্ধ করে দিয়েছে জম্মু ও কাশ্মীর সরকার। মঙ্গলবার (২৯ এপ্রিল) ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য প্রকাশ করেছে।
সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা জানিয়েছেন, পহেলগাম শহরের কাছাকাছি বৈসরান তৃণভূমিতে পর্যটকদের ওপর চালানো হামলার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপত্যকায় মোট ৮৭টি পর্যটন গন্তব্য রয়েছে, যার মধ্যে ৪৮টি বন্ধ ঘোষণা করা হয়েছে। বাকি কেন্দ্রগুলো খোলা থাকলেও সেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বন্ধ হওয়া জনপ্রিয় স্থানগুলোর মধ্যে রয়েছে—ইউসমার্গ, তুসমাইডান, দূদপাথরি, আহরবাল, কাউসারনাগ, বাঙ্গুস, কারিওয়ান, চান্দিগাম, উলার, রামপোরা, রাজপোরা, মুন্ডিজ জলপ্রপাত, গারটোপ, ভারসাম, মারগানটপ, বাবরেশি, বাদামওয়ারি, মহাদেব পাহাড়, দাচিগাম ট্রাউট ফার্ম, প্রভৃতি।
প্রসঙ্গত, ২২ এপ্রিল পহেলগামে এক পর্যটককে হত্যার ঘটনায় দেশজুড়ে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। কাশ্মিরের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। হামলার পরপরই অঞ্চলটিতে পর্যটকের সংখ্যা হ্রাস পেয়েছে, যা শ্রীনগর বিমানবন্দরেও প্রতিফলিত হচ্ছে—সেখানে দেখা গেছে স্বাভাবিকের তুলনায় অনেক কম যাত্রী।
এই ঘটনার পর ২৮ এপ্রিল জম্মু ও কাশ্মীর বিধানসভা সর্বসম্মতভাবে একটি নিন্দা প্রস্তাব গ্রহণ করে। সেখানে এই হামলাকে “জঘন্য, বর্বর, অমানবিক ও কাপুরুষোচিত” বলে আখ্যা দেওয়া হয়। সেই সঙ্গে বলা হয়, এই ধরনের সন্ত্রাসী হামলা কাশ্মিরের শান্তি, ঐক্য ও সংবিধানিক মূল্যবোধের বিরুদ্ধে সরাসরি আঘাত।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?