clock ,

ড্রোনে খুঁজতেন জুলাই আন্দোলনকারীদের, কারাগারে সিটিটিসির সাবেক এডিসি ইশতিয়াক

ড্রোনে খুঁজতেন জুলাই আন্দোলনকারীদের, কারাগারে সিটিটিসির সাবেক এডিসি ইশতিয়াক

জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনের সময় রাজধানীর বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের অবস্থান শনাক্ত করতে ড্রোন ব্যবহার করে তথ্য সরবরাহের অভিযোগে সিটিটিসির (CTTC) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইশতিয়াক আহমদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (২৯ এপ্রিল) তাকে রাঙামাটি থেকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এরপর প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

আদেশটি দেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার এর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইশতিয়াক ড্রোনের মাধ্যমে আন্দোলনকারীদের অবস্থান শনাক্ত করে তা আইনশৃঙ্খলা বাহিনী সরকারি দলীয় ক্যাডারদের কাছে পৌঁছে দেওয়ার কথা স্বীকার করেছেন বলে ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে।

এছাড়া, তার বিরুদ্ধে গুম, হত্যা এবং নির্যাতনে সহায়তার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল।

উল্লেখ্য, ইশতিয়াক আহমদ হলেন সাবেক বিচারপতি আবু আহম্মেদ জমাদারের পুত্র।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য