clock ,

সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি’র উদ্যোগে বার্ষিক কম্যুনিটি ডিনারের আয়োজন

সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি’র উদ্যোগে বার্ষিক কম্যুনিটি ডিনারের আয়োজন

সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি’র (SBS) উদ্যোগে আজ (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় জিশুয়ান ওয়াক এর হোম টিম এনএস খতিবে বার্ষিক কম্যুনিটি ডিনারের আয়োজন করা হয়।



অনুষ্ঠানে সিঙ্গাপুরস্থ বাংলাদেশ দূতাবাসের মাননীয় হাইকমিশনার, বিভিন্ন সংগঠন ও কম্যুনিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।


নৈশভোজের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি জিল্লুর রহমান সিদ্দিকী নৈশভোজে আমন্ত্রিতদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এসবিএস এর এধরনের বার্ষিক কম্যুনিটি ডিনারের আয়োজন করার লক্ষ্য হচ্ছে বছরের একটা দিন সবাই মিলিত হয়ে সবার মাঝে আনন্দ ছড়িয়ে দেয়া এবং কম্যুনিটির কল্যাণে মিলিতভাবে এগিয়ে যাওয়া। 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য