গত ৭ই মার্চ, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ দূত লুৎফে সিদ্দিকী সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রী ড. তান সি লেঙ এর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে, সিদ্দিকী সিঙ্গাপুর সরকার কর্তৃক অভিবাসী শ্রমিকদের স্বাস্থ্যসেবায় প্রদত্ত পেশাদারিত্বের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর পাশাপাশি, ড. তান বাংলাদেশি ও অন্যান্য অভিবাসী শ্রমিকদের নির্মাণ খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় বাংলাদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়াকে আরও উন্নত, কম খরচএবং স্বচ্ছ করতে কীভাবে একসাথে কাজ করতে পারে সে বিষয়ে আলোচনা করে। বিশেষ দূত লুৎফে সিদ্দিকী সিঙ্গাপুর সরকারের সঙ্গে চলমান মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আলোচনা ও এর সম্ভাব্য সুফল নিয়ে কথা বলেন, এবং জানান যে এটি বাংলাদেশি কর্মীদের জন্য নতুন নতুন কাজের সুযোগ তৈরি করবে।
লুৎফে সিদ্দিকী সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনে আইপিএর নতুন অনলাইন অ্যাটেস্টেশন পরিষেবা উদ্বোধন করেন, যা শ্রমিকদের নিয়োগ প্রক্রিয়াকে সহজ করবে। এই অনলাইন পরিষেবার মাধ্যমে, আগের শারীরিক পরিদর্শন প্রক্রিয়া এখন সম্পূর্ণ অনলাইনে সমাপ্ত হবে, যা কাজের প্রক্রিয়া দ্রুত করবে এবং সংশ্লিষ্টদের জন্য সুবিধা প্রদান করবে। লুৎফে সিদ্দিকী প্রবাসী কর্মীদের সমস্যা সমাধানে আরও প্রতিশ্রুতি দেন, এবং জানান যে, অভিবাসী কর্মীদের কল্যাণ সরকার এক গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?