চোখের সামনে গগনচুম্বী অট্টালিকা, ব্যস্ত রাজপথ আর ট্রেন লাইন। এর মাঝেই মুম্বই শহরে রয়েছে এক চমকপ্রদ বাস্তবতা—শহরের সীমান্ত ঘেঁষে থাকা সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান ও আরএ কলোনির জঙ্গলে ঘুরে বেড়ায় রেকর্ড সংখ্যক লেপার্ড।
সম্প্রতি বন দফতরের ক্যামেরা ট্র্যাপ জরিপে উঠে এসেছে চমকে দেওয়া তথ্য—এই শহরের জঙ্গলে বাস করছে অন্তত ৫৪টি লেপার্ড। যা এটিকে বিশ্বের অন্যতম ঘন লেপার্ড বসতির তকমা এনে দিয়েছে।
সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান মুম্বইয়ের হৃদয়ে একটি সবুজ দ্বীপের মতো। প্রায় ১০৩ বর্গকিমি আয়তনের এই জঙ্গলের আশেপাশেই রয়েছে ঘন জনবসতি।
এখানকার লেপার্ডরা মাঝে মাঝে বেড়া টপকে চলে আসে শহরের রাস্তায়, এমনকি ট্রেন লাইনের পাশেও ঘোরাফেরা করতে দেখা গেছে তাদের।
হরিণ (চিতল ও সাম্বার), জঙ্গলি বেড়াল, ভাম, মাউস ডিয়ার এবং রাস্টি স্পটেড ক্যাটের মতো বিরল প্রাণীরাও এই জঙ্গলে রয়েছে।
মুম্বইতে জনবসতির পরিমাণ বেড়ে যাওয়ায় লেপার্ডদের আবাস সংকুচিত হচ্ছে। এর ফলে তারা প্রায়শই ঢুকে পড়ছে আবাসিক এলাকায়, বাড়াচ্ছে মানুষ-প্রাণীর দ্বন্দ্বের সম্ভাবনা। তবু এখানকার বন দফতর ও পরিবেশবিদরা সহাবস্থানের মডেল তৈরির চেষ্টা করছেন।
এটাই পৃথিবীর একমাত্র মেগাসিটি, যেখানে এত ঘনবসতিপূর্ণ এলাকায় লেপার্ডের মতো শীর্ষ শিকারি প্রাণী স্বাভাবিকভাবে বসবাস করছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?