লড়াইটা অস্ত্রের নয়, ছিল ইতিহাস রক্ষার। আর সেই লড়াইয়ের ফলেই ভারতে ফিরে এল একটি গর্বের প্রতীক—নাগপুরের ভোঁসলে রাজবংশের প্রতিষ্ঠাতা রঘুজি ভোঁসলের ঐতিহাসিক তরোয়াল। লন্ডনের আন্তর্জাতিক নিলামে অংশ নিয়ে এই তরোয়াল দেশে ফিরিয়ে আনল মহারাষ্ট্র সরকার।
ছত্রপতি শাহু মহারাজের শাসনামলে মারাঠা সাম্রাজ্যের এক বিশিষ্ট সেনাপতি ছিলেন রঘুজি ভোঁসলে। বাংলা ও ওড়িশায় অভিযান চালিয়ে রাজ্য বিস্তার করেছিলেন তিনি। দক্ষিণ ভারতেও মারাঠা দাপট প্রতিষ্ঠায় ছিল তাঁর গুরুত্বপূর্ণ অবদান। তাঁর ব্যবহৃত একটি তরোয়াল দীর্ঘদিন ধরে ব্রিটিশদের সংগ্রহে ছিল। সম্প্রতি সেটি ওঠে লন্ডনের এক নিলামে।
নিলামের খবর পেয়ে মহারাষ্ট্র সরকার প্রতিনিধি পাঠায় লন্ডনে। সরকারি প্রতিনিধি নিলামে অংশ নেন এবং প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। তরোয়ালটি কেনা, তা ভারতে ফেরানো, বীমা ও আনুষঙ্গিক খরচ মিলিয়ে ব্যয় হয় ৪৭ লাখ ১৫ হাজার টাকা। সম্পূর্ণ খরচ বহন করে মহারাষ্ট্র সরকার।
এই তরোয়াল ফেরা শুধু একটি বস্তুগত প্রাপ্তি নয়, বরং মারাঠা ইতিহাস ও গর্বের পুনরুদ্ধার। এই প্রথমবার কোনও রাজ্য সরকার আন্তর্জাতিক নিলাম থেকে এমন ঐতিহাসিক সম্পদ ফিরিয়ে আনল দেশে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?