clock ,

বরিশালে বাল্যবিয়ে করতে গিয়ে জরিমানা গুণলেন সিঙ্গাপুর প্রবাসী শাহীন

বরিশালে বাল্যবিয়ে করতে গিয়ে জরিমানা গুণলেন সিঙ্গাপুর প্রবাসী শাহীন

বরিশালের গৌরনদী উপজেলায় বাল্যবিবাহ করতে গিয়ে আটক হয়েছেন সিঙ্গাপুরপ্রবাসী শাহীন হাওলাদার। পরে ভ্রাম্যমাণ আদালতের রায়ে তাকে ৮০ হাজার টাকা জরিমানা দিয়ে মুক্তি পেতে হয়।

রোববার (১৫ জুন) গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত রায় দেন।

গৌরনদী উপজেলার টিকাসার গ্রামের ১৬ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে বিয়ে হচ্ছিল পূর্ব কটকস্থল গ্রামের বাসিন্দা সিঙ্গাপুরপ্রবাসী শাহীন হাওলাদারের। বিয়ের সব প্রস্তুতি চলছিল যখন গোপন সংবাদে খবর পেয়ে ম্যাজিস্ট্রেট রাজিব হোসেন পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে হাজির হন।

অভিযান টের পেয়ে কিশোরীর বাবা-মা পালিয়ে গেলেও বর শাহীন হাওলাদারকে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়েবাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭এর আওতায় তাকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা আদায় করেই তাকে মুক্তি দেওয়া হয়।

জানা গেছে, এর আগে মাত্র ২০ দিন আগে আরেক কিশোরীকে বিয়ে করতে গিয়ে একই ভ্রাম্যমাণ আদালতে ধরা পড়েছিলেন শাহীন। সে সময় প্রবাসী বিবেচনায় তাকে সতর্ক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সেই সতর্কবার্তা উপেক্ষা করে ফের বাল্যবিয়ের চেষ্টা করেন।

বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন বলেন, “কোনোভাবেই বাল্যবিয়ে সহ্য করা হবে না। যারা এই আইন অমান্য করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, সে যেই হোক না কেন।

স্থানীয়রা বলছেন, বারবার একই অপরাধ করেও প্রবাসী পরিচয়ে ছাড় পাওয়ায় ধরনের অপরাধে উৎসাহিত হচ্ছে কিছু মানুষ। প্রশাসনের কঠোর নজরদারির পাশাপাশি সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য