clock ,

ভিসা ছাড়াই চীন ভ্রমণের সুযোগ পাচ্ছেন ব্রিটিশ নাগরিকরা

ভিসা ছাড়াই চীন ভ্রমণের সুযোগ পাচ্ছেন ব্রিটিশ নাগরিকরা

ব্রিটিশ নাগরিকদের জন্য ভিসামুক্ত চীন ভ্রমণের সুযোগ দিতে যাচ্ছে বেইজিং। স্বল্পমেয়াদি সফরের ক্ষেত্রে যুক্তরাজ্যের পাসপোর্টধারীদের আর ভিসার প্রয়োজন হবে না বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়। ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই ব্যবস্থার আওতায় যুক্তরাজ্যের নাগরিকরা ব্যবসা পর্যটনউভয় উদ্দেশ্যে ৩০ দিনের কম সময়ের জন্য ভিসা ছাড়াই চীনে প্রবেশ করতে পারবেন।

এই সিদ্ধান্ত কার্যকর হলে চীনের ভিসা নীতিতে যুক্তরাজ্য যুক্ত হবে সেই তালিকায়, যেখানে ইতোমধ্যে ফ্রান্স, জার্মানিসহ ইউরোপের একাধিক দেশ রয়েছে। বর্তমানে বিশ্বের ৫০টিরও বেশি দেশের নাগরিক ভিসা ছাড়াই চীন ভ্রমণের সুবিধা পাচ্ছেন।

তবে ভিসামুক্ত প্রবেশের এই নিয়ম কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি চীনা কর্তৃপক্ষ। আপাতত ব্রিটিশ পাসপোর্টধারীদের চীনের মূল ভূখণ্ডে প্রবেশের জন্য ভিসা নিতে হচ্ছে

বিষয়ে প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেন, চীন বিশ্বের অন্যতম প্রভাবশালী অর্থনৈতিক শক্তি দীর্ঘদিন ধরেই ব্রিটিশ ব্যবসায়ীরা চীনে বাণিজ্য সম্প্রসারণের জন্য সহজ ভ্রমণ নীতির দাবি জানিয়ে আসছিলেন। ভিসা নীতিতে এই শিথিলতা শুধু ব্যবসায়ীদের নয়, সাধারণ নাগরিকদেরও আন্তর্জাতিক যোগাযোগ বাড়াতে সহায়ক হবে।

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, এর মাধ্যমে যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাণিজ্যিক সম্পর্ক এবং কর্মসংস্থান বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য