আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। রাজধানীর গুলশানের লেকশোর গ্র্যান্ড হোটেলে শুক্রবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে ‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’ শিরোনামে এ কর্মসূচি তুলে ধরা হয়।
ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়াসহ শীর্ষ নেতারা। এ ছাড়া বিভিন্ন দেশের কূটনীতিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং দেশি-বিদেশি গণমাধ্যমের সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।
দারিদ্র্য, সুশাসন ও জবাবদিহিতায় অগ্রাধিকার
ইশতেহারে নাজুক জনগোষ্ঠীর দারিদ্র্যের চক্র ভাঙতে বিশেষ প্রকল্প, জুলাই সনদ বাস্তবায়নে স্বাধীন কমিশন, মানবতাবিরোধী অপরাধের বিচার ও ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের অঙ্গীকার করা হয়েছে।
সব জনপ্রতিনিধি ও উচ্চপদস্থ কর্মকর্তার আয়-সম্পদের হিসাব অনলাইনে প্রকাশ, আমলাতন্ত্রে পারফরম্যান্সভিত্তিক পদোন্নতি, এনআইডি ভিত্তিক সেবা এবং ঘণ্টায় ১০০ টাকা ন্যূনতম মজুরি নিশ্চিত করার প্রতিশ্রুতি রয়েছে।
অর্থনীতি, কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ
এনসিপি পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি, এসএমই খাতে সহজ ঋণ, নারী ও যুব উদ্যোক্তাদের জন্য ১০ হাজার কোটি টাকার তহবিল, মুদ্রাস্ফীতি ৬ শতাংশে নামানো এবং কর-জিডিপি অনুপাত ১২ শতাংশে উন্নীত করার লক্ষ্য ঘোষণা করেছে।
প্রবাসীদের জন্য ডায়াস্পোরা ডিজিটাল পোর্টাল, রেমিট্যান্সের বিপরীতে বিনিয়োগ ও পেনশন সুবিধা এবং বছরে ১৫ লাখ দক্ষ প্রবাসী কর্মী তৈরির পরিকল্পনাও রয়েছে।
শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা
শিক্ষা সংস্কার কমিশন, শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামো, পাঁচ বছরে ৭৫ শতাংশ এমপিওভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণ, উচ্চশিক্ষায় বাধ্যতামূলক ইন্টার্নশিপ এবং প্রবাসী গবেষকদের ফিরিয়ে আনার উদ্যোগের কথা বলা হয়েছে।
স্বাস্থ্য খাতে বিশেষায়িত স্বাস্থ্যসেবা জোন (SHZ), জাতীয় অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক, প্রতিটি জেলা হাসপাতালে আধুনিক আইসিইউ-সিসিইউ এবং জাতীয় স্বাস্থ্য বিমা চালুর প্রতিশ্রুতি রয়েছে।
নারী, পরিবেশ ও পররাষ্ট্রনীতি
নারীর ক্ষমতায়নে সংসদের নিম্নকক্ষে ১০০ আসনে সরাসরি নারী নির্বাচন, ছয় মাস মাতৃত্বকালীন ও এক মাস পিতৃত্বকালীন ছুটি বাধ্যতামূলক করার ঘোষণা দেওয়া হয়েছে।
পরিবেশ রক্ষায় দূষণকারী ইটভাটা বন্ধ, নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ শতাংশ বিদ্যুৎ উৎপাদন, কৃষিতে সরাসরি ভর্তুকি ও খাদ্য সার্বভৌমত্ব নিশ্চিত করার অঙ্গীকার করা হয়েছে।
পররাষ্ট্রনীতিতে সীমান্ত হত্যা, নদীর পানির ন্যায্য হিস্যা, রোহিঙ্গা সংকট, এবং আঞ্চলিক কূটনীতিতে দৃঢ় অবস্থানের কথাও তুলে ধরা হয়।
প্রতিরক্ষা খাত
ইশতেহারে সশস্ত্র বাহিনীর জন্য রিজার্ভ ফোর্স গঠন, সেনাবাহিনীতে ইউএভি ব্রিগেড এবং আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়েছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?