clock ,

২০ হাজার ৫০০ টাকায় দেশে ফিরতে পারবেন সৌদি প্রবাসীরা

২০ হাজার ৫০০ টাকায় দেশে ফিরতে পারবেন সৌদি প্রবাসীরা

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী কর্মীদের জন্য দেশে ফেরা আরও সহজ সাশ্রয়ী করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এই উদ্যোগের আওতায় মাত্র ২০ হাজার ৫০০ টাকায় সৌদি আরব থেকে বাংলাদেশে ফেরার সুযোগ পাবেন প্রবাসীরা।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, এই বিশেষ ব্যবস্থার আওতায় সৌদি আরব বাংলাদেশ মিলিয়ে মোট ৮০ হাজার টিকিট বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে একদিকে যেমন প্রবাসী কর্মীরা উপকৃত হবেন, অন্যদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস আর্থিকভাবে লাভবান হবে।

তিনি বলেন, হজ মৌসুমে আগে যেসব একমুখী ফাঁকা ফ্লাইট পরিচালনা করা হতো, নতুন এই ব্যবস্থায় সেগুলো কার্যকরভাবে ব্যবহার করা যাবে। এর ফলে বিমানের ইতিহাসে প্রথমবারের মতো ১০০ কোটি টাকার বেশি অতিরিক্ত আয় হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।


কোন রুটে কত ভাড়া

·         মদিনাঢাকা জেদ্দাঢাকা রুটে একমুখী সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০ হাজার ৫০০ টাকা

·         মদিনাঢাকামদিনা জেদ্দাঢাকাজেদ্দা রুটে রিটার্ন টিকিটের সর্বনিম্ন ভাড়া ৪২ হাজার টাকা

এই বিশেষ ভাড়া বাংলাদেশে আসার ক্ষেত্রে কার্যকর থাকবে ১৮ এপ্রিল ২০২৬ থেকে ২৫ মে ২০২৬ পর্যন্ত। অন্যদিকে, বাংলাদেশ থেকে সৌদি আরবে ফেরার ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে ৩০ মে ২০২৬ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত

সরকারের এই উদ্যোগকে প্রবাসী কল্যাণে একটি গুরুত্বপূর্ণ সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য