অস্ট্রেলিয়া ওপেন ২০২৬-এর নারী এককের ফাইনালে আবারও মুখোমুখি হচ্ছেন বেলারুশের তারকা টেনিস খেলোয়াড় আরিনা সাবালেঙ্কা ও কাজাখস্তানের ইয়েলেনা রিবাকিনা। সেমিফাইনালে নিজ নিজ ম্যাচ জিতে শিরোপা নির্ধারণী লড়াই নিশ্চিত করেছেন দুই শীর্ষ বাছাই খেলোয়াড়।
প্রথম সেমিফাইনালে ইউক্রেনের এলিনা সভিতোলিনার বিপক্ষে দাপুটে জয় পান বর্তমান চ্যাম্পিয়ন সাবালেঙ্কা। মাত্র ১ ঘণ্টা ১৬ মিনিটে ৬-২, ৬-৩ গেমে ম্যাচ জিতে ফাইনালে ওঠেন তিনি। রাজনৈতিক উত্তাপের কোনো প্রভাব কোর্টে দেখা যায়নি; সাবালেঙ্কা পুরো ম্যাচেই ছিলেন নিয়ন্ত্রিত ও আত্মবিশ্বাসী।
অন্য সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলার বিপক্ষে কঠিন লড়াইয়ে জয় পান রিবাকিনা। প্রথম সেট ৬-৩ গেমে জিতলেও দ্বিতীয় সেটে ৫-৩ ব্যবধানে এগিয়ে থেকেও ম্যাচ টাইব্রেকারে গড়ায়। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৯-৭ পয়েন্টে জয় তুলে নিয়ে ৭-৬ গেমে সেট ও ম্যাচ নিশ্চিত করেন তিনি।
এ নিয়ে তৃতীয়বারের মতো অস্ট্রেলিয়া ওপেনের ফাইনালে সাবালেঙ্কা ও রিবাকিনার মুখোমুখি লড়াই হতে যাচ্ছে। এর আগে ২০২৩ সালের অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে এই দুই তারকার দ্বৈরথে প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা জিতেছিলেন সাবালেঙ্কা।
আগামী শনিবার অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া ওপেন নারী এককের ফাইনাল। টেনিসপ্রেমীদের অপেক্ষা এখন শিরোপা নির্ধারণী এই হাইভোল্টেজ ম্যাচের দিকে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?