clock ,

পাকিস্তানেই হচ্ছে এসএ গেমস, ২০২৭ সালের মার্চে চূড়ান্ত সূচি

পাকিস্তানেই হচ্ছে এসএ গেমস, ২০২৭ সালের মার্চে চূড়ান্ত সূচি

দীর্ঘ অপেক্ষা অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে পাকিস্তানেই আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে সাউথ এশিয়ান গেমস (এসএ গেমস) নতুন সূচি অনুযায়ী, ২০২৭ সালের ২৩ থেকে ৩১ মার্চ পর্যন্ত লাহোর, ইসলামাবাদ, ফয়সালাবাদ করাচিতে অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বহুক্রীড়া আসর।

সর্বশেষ এসএ গেমস অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের ডিসেম্বরে নেপালে আয়োজক দেশ হলেও গত সাত বছরে পাকিস্তানে গেমস আয়োজন সম্ভব হয়নি। চলতি বছরের জানুয়ারিতে সময়সূচি চূড়ান্ত হলেও ভারত-পাকিস্তানের রাজনৈতিক কূটনৈতিক সম্পর্কের অবনতির কারণে এবারও পিছিয়ে যায় আসরটি।

গত সোমবার উজবেকিস্তানের তাসখন্দে অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (OCA) সাধারণ সভায় পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশন নতুন দিনক্ষণ চূড়ান্ত করে। বৈঠকে ভারতের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। তবে বাকি ছয়টি দেশ একমত হয়েছেভারত অংশ না নিলেও নির্ধারিত সময়েই এসএ গেমস অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব জোবায়দুর রহমান রানা বলেনগেমসটি যথাসময়েই পাকিস্তানে হবে। ভারত অংশ না নিলে বাকি ছয় দেশ নিয়েই এসএ গেমস আয়োজন করা হবে।

দীর্ঘদিন ধরেই ভারত পাকিস্তান একে অপরের দেশে গিয়ে আন্তর্জাতিক খেলায় অংশ নিচ্ছে না। নিরাপত্তাজনিত কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচ হবে শ্রীলঙ্কায়। অন্যদিকে, বাংলাদেশ নিরাপত্তা শঙ্কায় ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ বয়কট করেছে। একই কারণে গত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচগুলো পাকিস্তানের পরিবর্তে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়।

এই প্রেক্ষাপটে পাকিস্তানে গিয়ে ভারতের এসএ গেমসে অংশ নেওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মনে করছেন বাংলাদেশসহ শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ভুটানের প্রতিনিধিরা। ফলে একটি দেশের জন্য বারবার গেমস পেছানোর কোনো যুক্তি দেখছে না অংশগ্রহণকারী দেশগুলো।

চলতি বছরে বাংলাদেশের সামনে রয়েছে একাধিক আন্তর্জাতিক আসরজুলাই-আগস্টে গ্লাসগোতে কমনওয়েলথ গেমস, সেপ্টেম্বর-অক্টোবরে জাপানে এশিয়ান গেমস, পাশাপাশি ইয়ুথ অলিম্পিকও রয়েছে। কমনওয়েলথ গেমসে বাংলাদেশের ডিসিপ্লিন প্রায় চূড়ান্ত হলেও এশিয়ান গেমসের ডিসিপ্লিন এখনও নির্ধারণ করেনি বিওএ।

২০২৬ সালে এসএ গেমস হবে ধরে নিয়ে বিভিন্ন ফেডারেশন প্রস্তুতি শুরু করলেও গেমস স্থগিত হওয়ার খবরে তা বন্ধ হয়ে যায়। নতুন সূচি অনুযায়ী গেমস শুরু হতে এখনও এক বছরের বেশি সময় থাকায় প্রস্তুতির জন্য পর্যাপ্ত সুযোগ পাচ্ছে বাংলাদেশ।

আগামী ফেব্রুয়ারি ময়মনসিংহের ত্রিশালে অনুষ্ঠিতব্য বিওএর নির্বাহী সভায় আসন্ন গেমসগুলোর ডিসিপ্লিন প্রস্তুতি নিয়ে চূড়ান্ত আলোচনা হতে পারে বলে জানিয়েছেন বিওএর মহাসচিব।


You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য