নিপাহ ভাইরাসের সম্ভাব্য প্রাদুর্ভাবের আশঙ্কায় বাংলাদেশ ও ভারত থেকে আগত যাত্রীদের ক্ষেত্রে কঠোর স্বাস্থ্য পরীক্ষা কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, নিপাহ ভাইরাসের উচ্চ ঝুঁকিতে থাকা দেশগুলো—বিশেষ করে বাংলাদেশ ও ভারত থেকে আগত যাত্রীদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার পরই মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হবে। সম্ভাব্য জনস্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় এটি একটি আগাম সতর্কতামূলক ব্যবস্থা।
সব আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ নজরদারি
মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী ডা. জুলকেফলি আহমেদ জানান, দেশের সব আন্তর্জাতিক বিমানবন্দরে এই বিশেষ স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা কার্যকর থাকবে। এর আওতায় আগত যাত্রীদের শরীরের তাপমাত্রা পরিমাপ কার্যক্রম অব্যাহত রাখা হবে।
তিনি বলেন, নিপাহ ভাইরাসে আক্রান্তদের ক্ষেত্রে জ্বর বা উচ্চ তাপমাত্রা একটি গুরুত্বপূর্ণ উপসর্গ, তাই বিষয়টি বিশেষভাবে নজরদারিতে রাখা হচ্ছে।
বাড়তি সতর্কতা, তবে আলাদা লেন নয়
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, বাংলাদেশ ও ভারতকে উচ্চ ঝুঁকিসম্পন্ন দেশ হিসেবে বিবেচনা করে এই দুই দেশ থেকে আগত যাত্রীদের ওপর বাড়তি সতর্কতা ও পরীক্ষা চালানো হবে। তবে এ জন্য আলাদা কোনো প্রবেশ লেন বা রুট নির্ধারণ করা হয়নি।
কোনো যাত্রীর শরীরের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি পাওয়া গেলে তাকে পরবর্তী স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পর্যবেক্ষণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
সংক্রমণ ঝুঁকি নিয়ন্ত্রণে আগাম ব্যবস্থা
কর্তৃপক্ষ আশা করছে, এই আগাম সতর্কতামূলক পদক্ষেপের মাধ্যমে নিপাহ ভাইরাসসহ যেকোনো সম্ভাব্য সংক্রামক রোগের ঝুঁকি কার্যকরভাবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?