মালয়েশিয়ার রমপিন এলাকায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট লরির চালককে রিমান্ডে নিয়েছে পুলিশ। নিহতদের সঙ্গে থাকা বাংলাদেশি ওই চালকের কোনো বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং লাইসেন্স ছাড়াই তিনি লরিটি চালাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইট টাইমস জানায়, তদন্তের স্বার্থে বাংলাদেশি লরিচালককে ২১ জানুয়ারি পর্যন্ত রিমান্ডে পাঠানো হয়েছে। বেপরোয়া ও বিপজ্জনকভাবে গাড়ি চালিয়ে প্রাণহানির অভিযোগে মামলাটি তদন্ত করছে পুলিশ।
জেলা পুলিশের প্রধান সুপারিনটেনডেন্ট শরিফ শাই শরিফ মন্ডোই জানান, গত ১৭ জানুয়ারি দুপুর ২টা ২৫ মিনিটে সংঘটিত দুর্ঘটনার সময় দাইহাতসু ব্র্যান্ডের এক টন ওজনের লরিটি চালাচ্ছিলেন ৪৫ বছর বয়সী ওই বাংলাদেশি। লরিটিতে কীটনাশক বহন করা হচ্ছিল। দুর্ঘটনার সময় লরিতে থাকা চার বাংলাদেশির মধ্যে তিনজন নিহত হন।
এক বিবৃতিতে শরিফ শাই বলেন, দুর্ঘটনায় চালক অক্ষত ছিলেন। পরে তার মূত্র পরীক্ষা করা হলেও মাদকের কোনো উপস্থিতি পাওয়া যায়নি। তিনি আরও জানান, সড়ক পরিবহন আইনের ৪১(১) ধারায়—বেপরোয়া বা বিপজ্জনকভাবে গাড়ি চালিয়ে মৃত্যুর কারণ হওয়ার অভিযোগে মামলাটি তদন্ত করা হচ্ছে। এ ধারায় সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ও সর্বোচ্চ ৫০ হাজার রিঙ্গিত জরিমানার বিধান রয়েছে।
প্রসঙ্গত, গত শনিবার দুপুরে রমপিনের কামপুং পেরউইরা জয়ার কাছে জালান ফেলদা সেলানচার–ফেলদা রেডং সড়কে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন ৩৪ বছর বয়সী মোহাম্মদ কাদের ও ৩০ বছর বয়সী মোহাম্মদ দালিম। তারা দুজনই তেলপাম বাগানের শ্রমিক ছিলেন। গুরুতর আহত হন আরেক বাংলাদেশি মোহাম্মদ আসকার।
শরিফ শাই জানান, মাথায় গুরুতর আঘাত পাওয়ার পর আসকারকে জোহরের সেগামাত হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৮ জানুয়ারি) বিকেল ৪টা ১৫ মিনিটে ৪১ বছর বয়সী এই প্রবাসী বাংলাদেশি মারা যান।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, লরিচালক একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে লরিটি সড়কের বাম পাশে উল্টে যায়। দুর্ঘটনায় সামনের আসনে থাকা কাদের এবং পেছনের যাত্রী দালিম ঘটনাস্থলেই মারা যান।
মালয়েশীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত চারজনেরই মালয়েশিয়ায় বৈধ ভ্রমণ নথি ও কাজের অনুমতি ছিল। তারা সবাই রমপিনের ফেলদা রেডং থেকে ফেলদা সেলানচার এলাকায় কীটনাশক নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন।
এদিকে, বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকা সত্ত্বেও একজনকে লরি চালানোর অনুমতি দেওয়ার ঘটনায় গাড়ির মালিককেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ জানিয়েছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?