মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের একটি ব্যস্ত মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি শ্রমিক। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। নিহতের বয়স আনুমানিক ৩০ বছর হলেও তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় প্রকাশ করেনি স্থানীয় কর্তৃপক্ষ।
দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার (৮ এপ্রিল) স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে হুলু সেলাঙ্গর জেলার একটি মহাসড়কে। বিষয়টি নিশ্চিত করেছেন সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেবিপিএম) অপারেশন ডিভিশনের সহকারী পরিচালক আহমদ মুখলিস মুখতার।
এক বিবৃতিতে তিনি জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর বুকিত সেন্টোসা, কুয়ালা কুবুর ভারু এবং তানজুং মালিম থেকে মোট ২১ জন দমকলকর্মী ঘটনাস্থলে ছুটে যান। প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি ট্রেলার, একটি তিন টনের লরি ও একটি টয়োটা গাড়ির মধ্যে ত্রিমুখী সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
লরিতে থাকা এক বাংলাদেশি ঘটনাস্থলেই নিহত হন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এ ঘটনায় স্থানীয় পুলিশ একটি মামলা দায়ের করেছে। মামলাটি মালয়েশিয়ার সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ৪১(১) ধারা অনুযায়ী তদন্ত করা হচ্ছে।
প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও দুর্ঘটনায় সহায়তার বিষয়ে এখনো বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?