clock ,

ভিউয়ের লোভে সন্তানের ব্যবহার? ‘ক্রিম আপা’র বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ

ভিউয়ের লোভে সন্তানের ব্যবহার? ‘ক্রিম আপা’র বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত শারমীন শিলা, যিনিক্রিম আপানামে পরিচিত, এবার প্রশাসনের নজরে এসেছেন। নিজের শিশু সন্তানদের ব্যবহার করে কনটেন্ট তৈরির অভিযোগে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে সম্প্রতি বিষয়ে একটি স্মারকলিপি জমা দেয় শিশু অধিকার নিয়ে কাজ করা সংগঠনএকাই একশো আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারজয়ী সাদাত রহমানসহ আরও কয়েকজন তরুণ এই উদ্যোগে যুক্ত ছিলেন।

স্মারকলিপিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে শারমীন শিলার প্রকাশিত ভিডিওগুলোয় দেড় বছর বয়সী মেয়ের প্রতি তার ব্যবহার প্রশ্নবিদ্ধ। কখনো মেয়ের চুল রাসায়নিক দিয়ে রঙ করা, কখনো পুরো মাথা ন্যাড়া করে দেওয়া, কান ফুটো করে ভারী দুল পরানো, কখনো মুখে কুলি ফেলে দেওয়া বা খাবার কেড়ে নেওয়ার মতো দৃশ্য দেখা যায়সবই হয় ক্যামেরার সামনে। কখনো শিশুটি হাসলেও, অনেক সময় অস্বাভাবিক কান্না আর আতঙ্ক তার চোখেমুখে স্পষ্ট।

সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা তৈরি হয়। বিষয়টি আমলে নিয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমীন শিলাকে ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছেন। তিন দিনের মধ্যে সন্তোষজনক জবাব না দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন প্রশাসনিক কর্মকর্তারা।

শারমীন শিলা অবশ্য তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। গণমাধ্যমে তিনি দাবি করেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। সন্তানদের তিনি অত্যন্ত ভালোবাসেন এবং তাদের নির্যাতনের প্রশ্নই ওঠে না। ভবিষ্যতে ধরনের ভিডিও প্রকাশ থেকে বিরত থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

তবে শিশু অধিকারকর্মী সাদাত রহমান মনে করেন, এখনই অনলাইন কনটেন্টে শিশুদের ব্যবহার নিয়ে নীতিমালা তৈরি না করলে ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মক ঝুঁকিতে পড়বে। তিনি বলেন, ‘‘শিশুরা কি আদৌ কনটেন্ট হয়ে উঠবে, না তারা ভালোবাসার মানুষএই প্রশ্নের উত্তর আমাদের খুঁজতে হবে এখনই।’’

এদিকে, আন্তর্জাতিক শিশু সুরক্ষা সংস্থা সেভ দ্য চিলড্রেন-এর পরিচালক আবদুল্লা আল মামুন বলেন, ক্রিম আপার আচরণকে সরাসরি নির্যাতন না বলা গেলেও তা শিশুর মানসিক বিকাশের জন্য ক্ষতিকর। তিনি সঠিকভাবে অভিভাবকের ভূমিকা পালন করছেন না, যা নৈতিকভাবেও গ্রহণযোগ্য নয়।

সন্তানদের শৈশব কি ভিডিও ভিউয়ের জন্য উৎসর্গ করা উচিত?—এমন প্রশ্নে এখন সোচ্চার হয়ে উঠেছে সমাজের একাংশ। প্রশাসনের পদক্ষেপ জনসচেতনতা না বাড়লে এইভিউ ব্যবসাশিশুদের মানসিক বিকাশের পথ রুদ্ধ করতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য