clock ,

মধ্যপ্রাচ্যে ‘দ্য ডিপ্লোম্যাট’ নিষিদ্ধ, আক্ষেপ জন আব্রাহামের

মধ্যপ্রাচ্যে ‘দ্য ডিপ্লোম্যাট’ নিষিদ্ধ, আক্ষেপ জন আব্রাহামের

ভারতে মুক্তির পর থেকেই সাড়া ফেলেছে বলিউড অভিনেতা জন আব্রাহাম অভিনীতদ্য ডিপ্লোম্যাট রাজনৈতিক থ্রিলার ঘরানার এই ছবিটি বক্স অফিসেও ভালো সাড়া জাগিয়েছে। তবে সিনেমাটি মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে নিষিদ্ধ করা হয়েছে। অভিযোগ, এটি উগ্রবাদ পাকিস্তানবিরোধী মনোভাব ছড়ায়। নিয়ে এবার মুখ খুললেন জন আব্রাহাম, জানালেন তাঁর হতাশা।

ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জন আব্রাহাম বলেন,
এই সিনেমা কোনোভাবেই উগ্রবাদকে উৎসাহিত করে না। রীতেশ শাহ দারুণ একটি চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালক শিবম নায়ারও অসাধারণ কাজ করেছেন। সিনেমাটি নির্মাণের সময় থেকেই আমরা খেয়াল রেখেছি যেন কোনো জাতি বা গোষ্ঠীকে হেয় না করা হয়।

তিনি আরও বলেন, “আমরা শুরু থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম, এটি উস্কানিমূলক কিছু হবে না। সিনেমার প্রতিটি চরিত্রই তাদের কাজের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এমনকি পাকিস্তানের বিচার ব্যবস্থার সততা, আইনজীবী বিচারকের নিষ্ঠাও দেখানো হয়েছে।জনের মতে, সিনেমাটি বরং একটি ভারসাম্যপূর্ণ বার্তা বহন করে, যেখানে সৎ সাহসী মানুষদের তুলে ধরা হয়েছে, যাঁরা সত্য ন্যায়ের পক্ষে অবস্থান নেনচাই সে যে দেশেই হোক না কেন। সিনেমাটিকে যদি পাকিস্তানবিরোধী বলা হয়, তা হলে সেটা একেবারেই ভুল ব্যাখ্যা, আমি মর্মাহত যে, আমাদের ভালো একটি প্রচেষ্টা ভুলভাবে ব্যাখ্যা করে নিষিদ্ধ করা হয়েছে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য