ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমেরিকাকে সতর্ক করে বলেছেন, তেহরানের প্রতিরক্ষামূলক ক্ষমতা কতটা ভয়াবহ ও বিস্তৃত হতে পারে, সে সম্পর্কে যুক্তরাষ্ট্র ভালোভাবেই জানে। পাশাপাশি, আত্মরক্ষার জন্য ইরানের প্রস্তুতিও সম্পূর্ণ রয়েছে বলে জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, “আমেরিকানরা অন্তত এটুকু জানে—ইরানের প্রতিরক্ষা শক্তি কতদূর বিস্তৃত হতে পারে।” তিনি জোর দিয়ে বলেন, শান্তির প্রতি ইরানের প্রতিশ্রুতিকে কখনোই দুর্বলতা হিসেবে দেখা উচিত নয়। ইসলামিক প্রজাতন্ত্র ইরান যুদ্ধ চায় না, তবে প্রয়োজনে আত্মরক্ষা করতে জানে।
তিনি আরও বলেন, “আমরা যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে সন্দিহান। নিশ্চিত নই তারা সত্যিকারের আন্তরিক আলোচনায় আগ্রহী কি না, তবে আসন্ন পরোক্ষ আলোচনার মাধ্যমে তাদের মনোভাব পরীক্ষা করে দেখা হবে।”
আগামী শনিবার ওমানের রাজধানী মাস্কাটে, ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদির মধ্যস্থতায়, আব্বাস আরাঘচি ও যুক্তরাষ্ট্রের আঞ্চলিক দূত স্টিভ উইটকফের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি ও এর ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?