‘মুজিববর্ষ’ উদযাপনে প্রায় ৪ হাজার কোটি টাকা ব্যয় এবং শেখ মুজিবুর রহমানের নামে ১০ হাজারের বেশি ম্যুরাল ও ভাস্কর্য নির্মাণের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের অপচয় ও ক্ষতির অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৭ এপ্রিল) সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।
তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানাসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে এই ব্যয়ের যথার্থতা নিয়ে অভিযোগ জমা পড়ে। এ বিষয়ে প্রাথমিক অনুসন্ধান শুরু করা হয়েছে।
দুদক মহাপরিচালক বলেন, “মুজিববর্ষ উপলক্ষে ব্যাপক অর্থ ব্যয় করে নানা অবকাঠামো নির্মাণ ও কর্মসূচি বাস্তবায়নের পেছনে রাষ্ট্রীয় অর্থের অপব্যবহার ও অপচয়ের অভিযোগ তদন্তের জন্য সাত সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট আইন, বিধি এবং সার্কুলার অনুযায়ী তদন্ত সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।”
প্রসঙ্গত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালকে ‘মুজিববর্ষ’ হিসেবে ঘোষণা করে সরকার। বছরব্যাপী দেশজুড়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্প, স্মৃতিস্তম্ভ ও সাংস্কৃতিক আয়োজনসহ বহুমুখী কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?