সিডনির মিন্টোর ভিক্টোরিয়া পার্কে আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিস্তম্ভ নির্মাণে ৫০ হাজার ডলারের অনুদান ঘোষণা করেছেন স্থানীয় এমপি ড. মাইক ফ্রিল্যান্ডার। আজ ৯ এপ্রিল (বুধবার) সকাল ৯টায় তিনি এই ঘোষণা দেন।
ড. ফ্রিল্যান্ডার জানান, দক্ষিণ-পশ্চিম সিডনির বহুসংস্কৃতির জনগোষ্ঠীকে স্বীকৃতি জানাতে এবং ভাষাগত বৈচিত্র্য উদযাপন করতে মিন্টোতে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। এটি আলবেনিজ সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি পূরণের অংশ এবং ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের সঙ্গে অংশীদারত্বে বাস্তবায়ন করা হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স, ইমিগ্রেশন ও মাল্টিকালচারাল বিষয়ক মন্ত্রী টনি বার্ক এমপি, নিউ সাউথ ওয়েলসের মন্ত্রী আনুলাক চাংটিভং এমপি, ক্যাম্পবেলটাউন মেয়র ডার্সি লাউন্ড, ডেপুটি মেয়র কারেন হান্ট, কাউন্সিলর মাসুদ চৌধুরী ও আশিকুর রহমান আশ।
মন্ত্রী টনি বার্ক বলেন, “ম্যাকআর্থার অঞ্চলের ৭৯টিরও বেশি ভাষাভাষী জনগোষ্ঠীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি একটি সাংস্কৃতিক মিলনস্থল হিসেবে কাজ করবে।”
ক্যাম্পবেলটাউন মেয়র ডার্সি লাউন্ড বলেন, “আমাদের সম্প্রদায়ের জন্য এই স্মৃতিস্তম্ভ নির্মাণে ভূমিকা রাখতে পারায় আমি গর্বিত।”
প্রসঙ্গত, স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবিতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ—কাউন্সিলর মাসুদ চৌধুরী, কায়সার আহমেদ, মো. শফিকুল আলম, ড. রফিক ইসলাম, পারভেজ খান, কামাল পাশা, মো. মনিরুজ্জামান ও মাসুদ পারভেজ প্রমুখ। তারা পরিকল্পনা, ডিজাইন ও প্রকল্প ব্যবস্থাপনায় নিয়মিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?