বিশ্বের শীর্ষ ২০ ধনী শহরের তালিকায় জায়গা করে নিয়েছে দুবাই। একই সঙ্গে এটি আরব বিশ্বের সবচেয়ে ধনী শহরের মর্যাদাও অর্জন করেছে।
সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে খ্যাত দুবাইয়ে বর্তমানে বসবাস করছেন ৮১ হাজার মিলিয়নিয়ার (যাদের সম্পদ কমপক্ষে ১০ লাখ ডলার), ২৩৭ জন সেন্টিমিলিয়নিয়ার (১০ কোটি ডলারের বেশি সম্পদের মালিক) এবং ২০ জন বিলিয়নিয়ার (১০০ কোটি ডলার বা তার বেশি সম্পদের মালিক)।
ব্রিটেনভিত্তিক বিনিয়োগ ও আবাসনবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স সম্প্রতি প্রকাশিত ‘ওয়ার্ল্ড ওয়েলদিয়েস্ট সিটিস রিপোর্ট ২০২৪’-এ এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিশ্বে ধনীদের বসবাসের জন্য শীর্ষ ২০ শহরের মধ্যে দুবাইয়ের অবস্থান ১৮তম।
প্রতিবেদনে আরও বলা হয়, দুবাই বছরের পর বছর ধরে বৈশ্বিক বিনিয়োগ ও বাণিজ্যের কেন্দ্র হিসেবে আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। এ কারণে বিশ্বের বহু ধনী ব্যক্তি সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন। গত এক দশকে দুবাইয়ে ধনীদের সংখ্যা ও অর্থনৈতিক কার্যক্রম বেড়েছে ১০২ শতাংশ—যা বিশ্বের অন্য কোনো শহরের তুলনায় দ্রুততম প্রবৃদ্ধি।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?