আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতারের পর আদালত তাকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলার তদন্তের অংশ হিসেবে সোমবার (৭ এপ্রিল) রাত ১১টার দিকে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে মামলার শুনানি অনুষ্ঠিত হয়। পুলিশ তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে চার দিনের রিমান্ড আবেদন করে। শুনানির সময় তুরিন আফরোজের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না, ফলে তিনি নিজেই নিজের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। শুনানিতে তিনি আদালতকে জানান, তিনি শারীরিকভাবে অসুস্থ এবং তার শারীরিক অবস্থা ৫ আগস্টের আগে ও পরে আরও অবনতি ঘটে।
আদালত শুনানি শেষে পুলিশের রিমান্ড আবেদনে অনুমোদন দেন। তদন্তের স্বার্থে পুলিশ তাকে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে।
উল্লেখ্য, তুরিন আফরোজ ২০১৩ সাল থেকে ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রমে তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?