রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে শনিবার (৪ মে) দুর্দান্ত ইনিংস খেলেছেন বিরাট কোহলি। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৩৩ বলে ৬২ রানের ইনিংসে পাঁচটি বিশাল ছক্কা হাঁকিয়ে আইপিএলে একটি দলের হয়ে ৩০০ ছক্কার অনন্য মাইলফলক ছুঁয়েছেন তিনি। একই সঙ্গে আরও এক বড় কীর্তি গড়েছেন কোহলি—আইপিএলের ইতিহাসে একমাত্র ব্যাটার হিসেবে আটটি ভিন্ন মৌসুমে ৫০০ বা তার বেশি রান করার রেকর্ড এখন তার দখলে।
এর আগে আইপিএলে এক দলের হয়ে সবচেয়ে বেশি ছয়ের মালিকও ছিলেন কোহলি। এবার ৩০০ ছক্কার মাইলফলকে পৌঁছে সেই রেকর্ড আরও উজ্জ্বল করলেন। দ্বিতীয় স্থানে থাকা ক্রিস গেইলের ছক্কার সংখ্যা ২৬৩। এরপর রয়েছেন রোহিত শর্মা (২৬২), কাইরন পোলার্ড (২৫৮) ও এমএস ধোনি (২৫৭)।
কোহলির এই রেকর্ডের দিনে তার দল বেঙ্গালুরু ২১৩ রান করে শেষ বলে ২ রানে জয় তুলে নেয় চেন্নাইয়ের বিপক্ষে (২১১/৫)। চলতি মৌসুমে কোহলির মোট রান এখন ৫০৫, যার সুবাদে আপাতত তার মাথাতেই রয়েছে অরেঞ্জ ক্যাপ।
এই মৌসুমে ৫০০ রান ছোঁয়ার মধ্য দিয়ে কোহলি ছাড়িয়ে গেছেন অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নারকে, যিনি আইপিএলের সাতটি মৌসুমে ৫০০ বা তার বেশি রান করেছিলেন। কোহলির ধারে কাছে রয়েছেন লোকেশ রাহুল, যিনি ছয়টি মৌসুমে এই কীর্তি গড়েছেন। চলতি মৌসুমেও রাহুল ৯ ইনিংসে করেছেন ৩৭১ রান, ফলে তাকেও এই তালিকায় আসতে হতে পারে সময়ের অপেক্ষা।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?