যুক্তরাজ্যে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে’ জড়িত থাকার সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ। লন্ডন মেট্রোপলিটন পুলিশের বরাতে রবিবার (৪ মে) এ তথ্য জানিয়েছে আরব নিউজ।
মেট্রোপলিটন পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, লন্ডন, সুইন্ডন এবং গ্রেটার ম্যানচেস্টার এলাকা থেকে ২৯ থেকে ৪৬ বছর বয়সী পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তারা একটি ‘নির্দিষ্ট স্থানকে লক্ষ্যবস্তু করার ষড়যন্ত্রে’ যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, সন্দেহভাজনরা ‘সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিল’ এমন অভিযোগে গ্রেফতার হন এবং তারা এখনো পুলিশের হেফাজতে রয়েছেন।
মেট পুলিশের সন্ত্রাসবিরোধী প্রধান কমান্ডার ডমিনিক মারফি জানান, “এটি একটি দ্রুতগতির তদন্ত এবং আমরা সম্ভাব্য ক্ষতিগ্রস্তদের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছি, যাতে তাদের যথাযথভাবে আপডেট দেওয়া যায়।”
তিনি আরও বলেন, “তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। আমরা এখনও সম্ভাব্য উদ্দেশ্য খুঁজে বের করার চেষ্টা করছি এবং একইসঙ্গে যাচাই করছি সাধারণ মানুষের জন্য কোনও ঝুঁকি রয়েছে কি না।”
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?