clock ,

চার মাস পর দেশে ফিরছেন খালেদা জিয়া

চার মাস পর দেশে ফিরছেন খালেদা জিয়া

লন্ডনে উন্নত চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চার মাস পর মঙ্গলবার দেশে ফিরছেন। তাকে বহনকারী কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি সকাল ১০টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে বিএনপি সূত্রে নিশ্চিত করা হয়েছে।

এবারের প্রত্যাবর্তন শুধু খালেদা জিয়ার নয়দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের সহধর্মিণী চিকিৎসক ডা. জুবাইদা রহমানও ফিরছেন দেশপ্রেম, আবেগ রাজনৈতিক বার্তা বহন করে। দলের নেতাকর্মীদের চোখে এটি নতুন যুগের সূচনা।

বিএনপি নেত্রীকে অভ্যর্থনা জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। ১১টি নির্ধারিত পয়েন্টে অবস্থান করবেন দলের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গুলশানেরফিরোজাবাসভবন পর্যন্ত রাস্তার দুপাশে সাজানো হবে জাতীয় দলীয় পতাকায়। ঢাকায় অবস্থানরত কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিভাগের নেতাকর্মীদেরও অংশ নিতে বলা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন, সব প্রস্তুতি যেন শৃঙ্খলার মধ্যে থাকে এবং কোনোভাবেই জনগণের স্বাভাবিক চলাচলে বিঘ্ন না ঘটে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্যরা বিমানবন্দরে উপস্থিত থাকবেন।

ওয়ান-ইলেভেন সরকারের সময় ২০০৮ সালের সেপ্টেম্বরে স্বামী তারেক রহমানের চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন ডা. জুবাইদা রহমান। এরপর রাজনৈতিক মামলায় জড়িয়ে পড়ায় দীর্ঘ সময় দেশে ফেরা সম্ভব হয়নি। ২০২৩ সালে দুর্নীতি মামলায় তিন বছরের সাজা হলেও সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনে সেই সাজা স্থগিত হয়। এবার শাশুড়ির সঙ্গে দেশে ফিরে ধানমন্ডির পৈতৃক বাড়িমাহবুব ভবনেথাকবেন তিনি।

সাবেক নৌবাহিনীপ্রধান মাহবুব আলী খানের বাড়িমাহবুব ভবনইতোমধ্যেই প্রস্তুত। সিসিটিভি, নিরাপত্তা কর্মী, ফুলের বাগান, বিদ্যুৎ-জেনারেটরসহ আধুনিক সব সুবিধা নিশ্চিত করা হয়েছে। বিএনপির মিডিয়া সেলের আতিকুর রহমান রুমন জানিয়েছেন, তারেক রহমান নির্দেশ দিয়েছেননিরাপত্তার নামে যেন কোনো প্রতিবেশী বিরক্ত না হন।

খালেদা জিয়ার সঙ্গে ফিরছেন দুই পুত্রবধূডা. জুবাইদা সৈয়দা শর্মিলা রহমান। মে লন্ডনের স্থানীয় সময় বিকেল ৪টা ১০ মিনিটে হিথ্রো বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে উঠেছেন তারা। দোহায় এক ঘণ্টার যাত্রাবিরতি শেষে মে সকালেই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য