যুক্তরাজ্যের শিশুরা যাতে অনলাইনে ক্ষতিকর কনটেন্টের শিকার না হয়, সে জন্য নতুন নীতিমালা ঘোষণা করেছে দেশটির যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা অফকম। এই নীতিমালার আওতায় সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অন্যান্য ইন্টারনেট প্ল্যাটফর্মগুলোকে আগামী ২৫ জুলাইয়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। অন্যথায়, বড় অঙ্কের জরিমানার মুখে পড়তে হবে অথবা চরম ক্ষেত্রে প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়ার মতো কঠিন পদক্ষেপও নেওয়া হতে পারে।
ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সোমবার অফকম শিশুদের ব্যবহার করা ওয়েবসাইট ও বিভিন্ন অ্যাপের ওপর ৪০টিরও বেশি পদক্ষেপের ঘোষণা করেছে। এই পদক্ষেপগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সার্চ ইঞ্জিন ও গেমিং কোম্পানিগুলোর জন্য প্রযোজ্য।
এই নতুন পদক্ষেপের অধীনে ‘সবচেয়ে ঝুঁকিপূর্ণ’ সেবা প্রদানকারী বড় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।
নতুন নীতিমালা অনুযায়ী, এসব কোম্পানিকে ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের শনাক্ত করার জন্য ‘কার্যকর’ বয়স যাচাইয়ের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি, ব্যবহারকারীদের কাছে কনটেন্ট সুপারিশকারী অ্যালগরিদম থেকে ক্ষতিকর উপাদান ফিল্টার করতে হবে। এছাড়াও, সকল ওয়েবসাইট ও অ্যাপে বিপজ্জনক কনটেন্ট দ্রুত সরানোর সুস্পষ্ট প্রক্রিয়া থাকতে হবে এবং শিশুদের জন্য কনটেন্ট রিপোর্ট করার একটি সহজ ও ব্যবহারবান্ধব উপায় নিশ্চিত করতে হবে।
অফকমের প্রধান নির্বাহী মেলানি ডাউস এই পদক্ষেপকে অনলাইনে শিশুদের প্রবেশের ক্ষেত্রে একটি ‘রিসেট’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, যেসব কোম্পানি এই ধরনের পদক্ষেপ নিতে ব্যর্থ হবে, তাদেরকে আইনের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, “এর অর্থ হলো, প্ল্যাটফর্মগুলোকে শিশুদের জন্য ক্ষতিকর ও বিপজ্জনক কনটেন্টমুক্ত নিরাপদ সামাজিক মাধ্যম ফিড নিশ্চিত করতে হবে, অপরিচিতদের সংস্পর্শ থেকে তাদের রক্ষা করতে হবে এবং প্রাপ্তবয়স্কদের কনটেন্টের ক্ষেত্রে কার্যকর বয়স যাচাইকরণ ব্যবস্থা রাখতে হবে।”
যুক্তরাজ্যের শিশু দাতব্য সংস্থা ‘এনএসপিসিসি’ অফকমের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং এটিকে “অনলাইনে শিশুদের সুরক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত” হিসেবে উল্লেখ করেছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?