clock ,

অনুমতি ছাড়া হজ পালনে সৌদি আরবে ১ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা

অনুমতি ছাড়া হজ পালনে সৌদি আরবে ১ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা

আসন্ন হজ মৌসুম সামনে রেখে অনুমোদন ছাড়া হজ পালনে কঠোর শাস্তির ঘোষণা দিয়েছে সৌদি আরব। সোমবার ( মে) এক বিবৃতিতে দেশটির হজ ওমরাহ মন্ত্রণালয় জানায়, অনুমতি না নিয়ে হজে অংশগ্রহণ করলে সর্বনিম্ন ২০ হাজার রিয়াল এবং বিশেষ কিছু ক্ষেত্রে সর্বোচ্চ লাখ রিয়াল (বাংলাদেশি টাকায় প্রায় ৩০ লাখ) পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে।

ঘোষণায় বলা হয়, কেউ যদি ভিজিট ভিসা নিয়ে অনুমতি ছাড়া হজ করার চেষ্টা করেন, বা অন্য কাউকে এরকমভাবে সহায়তা করেনতাদের বিরুদ্ধেও একই পরিমাণ জরিমানা প্রযোজ্য হবে। এমনকি ভিজিট ভিসাধারীদের মক্কা বা আশপাশের পবিত্র এলাকায় প্রবেশে সহায়তা, আবাসনের ব্যবস্থা বা লুকিয়ে রাখার মতো কাজ করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

সৌদি মন্ত্রণালয় আরও জানায়, একাধিক নিয়ম লঙ্ঘন করলে জরিমানার পরিমাণও বাড়তে পারে। কেউ যদি সৌদিতে বসবাসকারী হয়ে অবৈধভাবে হজে অংশ নেন, কিংবা মেয়াদোত্তীর্ণ ভিসায় অবস্থান করেন, তাহলে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হবে এবং পরবর্তী ১০ বছরের জন্য সৌদিতে প্রবেশ নিষিদ্ধ করা হবে।

উল্লেখ্য, ইসলাম ধর্মাবলম্বীদের জন্য হজ একটি ফরজ ইবাদত, যা সামর্থ্যবান মুসলমানদের জীবনে অন্তত একবার পালন করতে হয়। চলতি বছর হজ শুরু হওয়ার সম্ভাব্য তারিখ জুন এবং ঈদুল আজহা উদযাপন শুরু হতে পারে জুন থেকেসবই চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য