মালয়েশিয়ায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তিন বাংলাদেশিসহ মোট ছয়জনকে আটক করেছে দেশটির পুলিশ। অভিযানে প্রায় ২০ লাখ মালয়েশিয়ান রিঙ্গিত মূল্যের যন্ত্রপাতি ও বালু জব্দ করা হয়েছে। গত ১৩ মে কেলানতাং রাজ্যের কুয়ালা ক্রাই এলাকায় অভিযান চালায় পিজিএর (প্যারামিলিটারি জেনারেল অপারেশন ফোর্স) দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ব্রিগেড। অভিযানে একটি স্যান্ড সাকার মেশিন, খননযন্ত্র, লরি এবং বালু পরিবহনের অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।
ব্রিগেডের কমান্ডার দাতুক নিক রস আযান আবদুল হামিদ জানান, আটককৃতরা কোনো বৈধ অনুমতিপত্র ছাড়াই নদী থেকে বালু উত্তোলন করছিল। আটক হওয়া ছয়জনের মধ্যে তিনজন বাংলাদেশি এবং তিনজন মালয়েশিয়ার স্থানীয় নাগরিক। তিনি আরও জানান, জব্দ করা সরঞ্জাম ও বালুর আনুমানিক মূল্য প্রায় ২ মিলিয়ন রিঙ্গিত। আটককৃতদের কোটা ভারু ল্যান্ড অ্যান্ড মাইনস অফিসে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মালয়েশিয়ায় পরিবেশ ও খনিজ সম্পদ সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ ধরনের তৎপরতা চালানো হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?