যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানকারী অভিবাসীদের নিজ দেশে ফিরে যেতে উৎসাহ দিতে নতুন উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। যারা স্বেচ্ছায় দেশে ফিরে যাবেন, তাদের ভ্রমণ ব্যয় বহনের পাশাপাশি এককালীন ১ হাজার মার্কিন ডলার সহায়তা দেওয়া হবে বলে সোমবার (৫ মে) জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দেশটির স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব ক্রিস্টি নোম এক বিবৃতিতে বলেন, “গ্রেপ্তার এড়াতে এবং অনিশ্চিত ভবিষ্যতের হাত থেকে রক্ষা পেতে অবৈধ অভিবাসীদের জন্য স্বেচ্ছা প্রত্যাবাসনই সবচেয়ে নিরাপদ, কার্যকর এবং ব্যয়সাশ্রয়ী পথ।”
এই উদ্যোগ বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা দফতর (DHS) ‘CBP One’ নামক একটি মোবাইল অ্যাপ ব্যবহার করছে। এ অ্যাপের মাধ্যমে নিজ দেশে ফেরার প্রক্রিয়া সম্পন্ন হলে অভিবাসীরা আর্থিক সহায়তা হিসেবে ১ হাজার ডলার পাবেন।
প্রশাসন বলছে, স্বেচ্ছায় প্রত্যাবাসনের এই পরিকল্পনা যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় চাপ কমাতে সহায়ক হবে। তবে মানবাধিকার সংগঠনগুলো এ ধরনের আর্থিক প্রণোদনা দিয়ে অভিবাসীদের ‘চাপে ফেলা’ হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?