ছাত্রজনতার তীব্র গণআন্দোলনের প্রেক্ষিতে সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলটির বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। শনিবার (১০ মে) রাতে উপদেষ্টা পরিষদের এক বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল।
তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা, জুলাই আন্দোলনের নেতাকর্মী এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী-সাক্ষীদের সুরক্ষার স্বার্থে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগ এবং এর সকল কার্যক্রম, বিশেষ করে সাইবার স্পেসে, নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিয়ে একটি প্রজ্ঞাপন পরবর্তী কর্মদিবসে জারি করা হবে।
এ বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের প্রস্তাবও অনুমোদন পায়, যার ফলে ট্রাইব্যুনাল এখন কোনো রাজনৈতিক দল, তাদের অঙ্গসংগঠন বা সমর্থকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে।
উল্লেখ্য, আজকের বৈঠকে ‘জুলাই ঘোষণাপত্র’ ৩০ কর্মদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশের সিদ্ধান্তও গৃহীত হয়েছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?