clock ,

মালয়েশিয়ায় ১০ লাখ বিদেশি কর্মী নিয়োগ শুরু জুন থেকে, বৈধকরণেও উদ্যোগ

মালয়েশিয়ায় ১০ লাখ বিদেশি কর্মী নিয়োগ শুরু জুন থেকে, বৈধকরণেও উদ্যোগ

মালয়েশিয়া সরকার আগামী জুন মাস থেকে প্রায় ১০ লাখ বিদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে। পাশাপাশি দেশটিতে অবস্থান করা অবৈধ অভিবাসীদের বৈধকরণ কার্যক্রমও শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বৃহস্পতিবার ( মে) মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের যৌথ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী, মানবসম্পদ মন্ত্রী, কৃষি প্লান্টেশন মন্ত্রী এবং সংশ্লিষ্ট দপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় সিদ্ধান্ত হয়, কর্মী সংকট মোকাবেলায় সোর্স কান্ট্রি বা শ্রম সরবরাহকারী দেশগুলো থেকে এই বিপুলসংখ্যক শ্রমিক আনা হবে। তবে কোন দেশ থেকে কতজন কর্মী নেওয়া হবে তা নির্ভর করবে নিয়োগকারী কোম্পানিগুলোর চাহিদার ওপর।

এছাড়া বিদেশি কর্মীদের জন্য কর্মস্থল পরিবর্তনের সুযোগ চালু করা হয়েছে, যা আগে সীমিত ছিল।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিন জানান, বিদেশি কর্মীদের দেশে ফেরত পাঠানোর সময় নিয়োগকর্তাদের উপস্থিত থাকা বাধ্যতামূলক করা হবে। যদি কোনো নিয়োগকর্তার অবহেলার কারণে কর্মীরা সমস্যায় পড়েন, তাহলে সেই নিয়োগকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এমনকি নতুন করে কোটা আবেদনেও বিধিনিষেধ আরোপ করা হতে পারে।

এই সিদ্ধান্তকে কেন্দ্র করে অভিবাসন সংশ্লিষ্ট মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার শ্রমবাজারে এর প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য