clock ,

ছুটি নিয়ে জিপিএস ও হাসপাতালের ছবি চেয়ে বসের ভর্ৎসনা, চাকরি ছাড়লেন তরুণী

ছুটি নিয়ে জিপিএস ও হাসপাতালের ছবি চেয়ে বসের ভর্ৎসনা, চাকরি ছাড়লেন তরুণী

এক আত্মীয়ের ক্যান্সার অপারেশনের সময় অফিসে অনুপস্থিত ছিলেন এক তরুণী কর্মী। আগেভাগেই ম্যানেজারকে ছুটির বিষয়টি জানানোর পরও তার অনুপস্থিতি নিয়ে জবাবদিহি চান বস। শুধু তাই নয়, প্রমাণ হিসেবে হাসপাতালের ছবি, প্রেসক্রিপশন এবং জিপিএস লোকেশন চেয়ে বসেন। এমন চাপে অবশেষে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি।

ঘটনাটি সামনে এসেছে সমাজমাধ্যম এক্স (পূর্বতন টুইটার)- একটি ভাইরাল পোস্টের মাধ্যমে। ওই পোস্টে তরুণী লেখেন, “আমি ম্যানেজারকে জানিয়ে ছুটি নিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে তিনি সেটি অস্বীকার করেন এবং একাধিকবার প্রমাণ চাইতে থাকেন।

তিনি অভিযোগ করেন, পারিবারিক সংকটের মধ্যেই তার বস বলেন, “অফিসে না এসে হাসপাতালে যাওয়ার কী প্রয়োজন? অস্ত্রোপচার কি তুমি করছিলে?” – যা তরুণীর কাছে ছিল অপমানজনক অনভিপ্রেত। তিনি আরও জানান, তার অনুপস্থিতির জন্য ক্ষমা চাইতে এবং হাসপাতালের তথ্যসহ -মেইল পাঠাতে বলা হয়। কিন্তু তিনি তাতে রাজি না হয়ে প্রতিষ্ঠান ছাড়ার সিদ্ধান্ত নেন।

পোস্টটি প্রকাশের পর থেকেই বিষয়টি ভাইরাল হয়ে পড়ে। অনেকেই তরুণীর সিদ্ধান্তকে সাহসী যুক্তিসঙ্গত বলে প্রশংসা করেছেন। পাশাপাশি কাজের পরিবেশে মানবিকতা ব্যক্তিগত গোপনীয়তার অধিকার নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য