ঈদুল ফিতর উপলক্ষে প্রথম আলো পত্রিকায় প্রকাশিত একটি ব্যঙ্গাত্মক কার্টুনকে কেন্দ্র করে দায়ের করা মামলার আবেদনকারী নজরুল ইসলাম অভিযোগ করেছেন, মামলা করার পর থেকে তিনি নজরদারি ও ভয়ভীতির মধ্যে রয়েছেন। কার্টুনটিতে ‘ঈদ মোবারক’ লেখার পাশেই কুকুরের ছবি ব্যবহার করে ইসলাম ধর্মের অনুভূতিতে আঘাত করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
নজরুল ইসলাম জানান, মামলার আবেদন করার পর তার বাসার আশপাশে অচেনা ব্যক্তিদের চলাফেরা দেখা যাচ্ছে এবং তার ও পরিবারের সদস্যদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে এসব ঘটনায় তিনি বিচলিত নন বলে জানান। তার ভাষায়, “দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার স্বার্থেই আমি এই মামলা করেছি।”
গত সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালতে মামলার আবেদনটি দাখিল করা হয়। মামলায় প্রথম আলো পত্রিকার সম্পাদক, প্রকাশক ও গ্রাফিক ডিজাইনারকে আসামি করা হয়েছে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী রোববার আদেশের দিন ধার্য করেছেন।
নজরুল ইসলাম আরও বলেন, “ঈদ মুসলমানদের সবচেয়ে আনন্দের দিন। সেখানে একটি কুকুরের হাস্যরসাত্মক ছবি বসিয়ে ঈদের পবিত্রতা লঙ্ঘন করা হয়েছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রথম আলো পূর্বেও জঙ্গি নাটক সাজাতে সরকারের সহযোগিতা করেছে। এবারের ঘটনাও তেমনি একটি সুপরিকল্পিত চক্রান্ত।”
মামলার আবেদনে বলা হয়েছে, গত ৩০ মার্চ পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত কার্টুনের মাধ্যমে ঈদুল ফিতরের মাহাত্ম্য ও মুসলিম উম্মাহর ধর্মীয় অনুভূতিতে ইচ্ছাকৃতভাবে আঘাত করা হয়েছে।
এ বিষয়ে প্রথম আলোর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?