clock ,

যুদ্ধের আগুন ছড়িয়েছে ভারত, নিভাবে পাকিস্তান: হুঁশিয়ারি সিরাজ-উল-হকের

যুদ্ধের আগুন ছড়িয়েছে ভারত, নিভাবে পাকিস্তান: হুঁশিয়ারি সিরাজ-উল-হকের

কাশ্মীর সীমান্তে নতুন করে রক্তঝরা উত্তেজনার মধ্যে ভারতকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের জামায়াতে ইসলামীর সাবেক আমির সিরাজ-উল-হক। এক ভিডিও বার্তায় তিনি স্পষ্ট ভাষায় বলেন, “যুদ্ধ শুরু করেছে ভারত, কিন্তু এর শেষ রচনা করবে পাকিস্তান।

সিরাজ-উল-হক পাকিস্তানি সশস্ত্র বাহিনীর দৃঢ় তাৎক্ষণিক জবাবের প্রশংসা করে বলেন, “গোটা জাতি সেনাবাহিনীর পাশে আছে। সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় আমরা এক অটুট।তিনি হুঁশিয়ার করে বলেন, “পাকিস্তান শান্তি চায়, কিন্তু কারও আগ্রাসন মেনে নেওয়া হবে না। ভারত নিজের ধ্বংস ডেকে আনছে।

উল্লেখ্য, মঙ্গলবার রাতভর ভারত পাকিস্তানের আজাদ কাশ্মীরের কোটলি, ভাওয়ালপুর, বাগ, মুরিদকে মুজাফফরাবাদ এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। নারী শিশুসহ অন্তত আটজন নিহত হন। পাকিস্তান একেকাপুরুষোচিত ন্যক্কারজনকহামলা বলে নিন্দা জানিয়ে পাল্টা হামলা চালায়।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানান, হামলার জবাবে পাকিস্তানি বাহিনী অন্তত পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে, যার মধ্যে রয়েছে অত্যাধুনিক রাফায়েল এসইউ-৩০ মডেলের বিমান।

পাশাপাশি সীমান্তবর্তী ভারতের একটি ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়ে তা ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করে পাকিস্তানি সামরিক সূত্র। নিয়ন্ত্রণরেখার দুদনিয়াল সেক্টরে ভারতীয় একটি সেনা চৌকিও গুঁড়িয়ে দেওয়া হয়।

ঘটনায় রাতভর গোলাগুলিতে ভারত জানিয়েছে, পাকিস্তানের পাল্টা হামলায় তাদের তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

বিশ্বজুড়ে উদ্বেগের সৃষ্টি হওয়া এই সংঘাতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের আচরণকেলজ্জাজনক বিপজ্জনকবলে মন্তব্য করেছেন।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য