ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে তিনটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি এবং রয়টার্স। স্থানীয় প্রশাসনের চারটি পৃথক সূত্রের পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর একটি সূত্রও এই ঘটনার সত্যতা স্বীকার করেছে।
গত কয়েকদিন ধরে ভারত-পাকিস্তান উত্তেজনার যে বিস্তার ঘটেছিল, তা মঙ্গলবার গভীর রাতে সরাসরি যুদ্ধাবস্থায় রূপ নেয়। ভারত সরকার দাবি করেছে, তারা পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত ‘সন্ত্রাসী ঘাঁটি’ লক্ষ্য করে নয়টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাকিস্তানের আইএসপিআর জানায়, এসব হামলা হয়েছে কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফফরাবাদে।
এই ঘটনার পরই ভারতীয় ভূখণ্ডে তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর আসে। এএফপি জানিয়েছে, দুটি বিমান জম্মু ও কাশ্মীরে এবং একটি ভারতের পাঞ্জাব রাজ্যে বিধ্বস্ত হয়। বিমানগুলো ভূপাতিত হওয়ার কারণ এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি ভারতীয় কর্তৃপক্ষ।
পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে, তারা মোট পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে। মুখপাত্রের বরাত দিয়ে বলা হয়, এর মধ্যে রয়েছে তিনটি ফরাসি নির্মিত রাফাল, একটি রাশিয়ার তৈরি এসইউ-৩০ এবং একটি মিগ-২৯। তারা আরও দাবি করেছে, এসব বিমান পাকিস্তানের ভূখণ্ডে হামলায় অংশ নেওয়ার পর পাল্টা প্রতিরোধে গুলি করে নামানো হয়।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, পাকিস্তান শুধু যুদ্ধবিমানই নয়, ভারতের বেশ কয়েকটি ড্রোন এবং সীমান্তের এলওসি বরাবর ফাঁড়িও ধ্বংস করেছে।
পাকিস্তান জানিয়েছে, এই সংঘাতে তাদের দেশে অন্তত আটজন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ৩৫ জন। এদিকে এএফপি জানায়, পাকিস্তানের পাল্টা গোলায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরেও আটজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ২৯ জন।
উভয় দেশের সরকারি বিবৃতির পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি নিয়ে এখনও কোনো শান্তি উদ্যোগ শুরু না হওয়ায় সীমান্তে যুদ্ধাবস্থা জারি রয়েছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?