চীনা ইন্টারনেট ও প্রযুক্তি জায়ান্ট ‘টেনসেন্ট’ বাংলাদেশে কার্যক্রম শুরু করতে আগ্রহ প্রকাশ করেছে। ইতিমধ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছে বাংলাদেশ সরকার। এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি জানান, সরকারের পক্ষ থেকে টেনসেন্টকে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় নীতিগত সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
ফয়েজ তৈয়্যব বলেন, "আজ আমরা চাইনিজ জায়ান্ট টেনসেন্টের সঙ্গে অফিশিয়ালি বসেছি। তারাও বাংলাদেশে আসতে আগ্রহ প্রকাশ করেছে। আমরা তাদেরকে দ্রুততম সময়ে পলিসি সাপোর্টের আশ্বাস দিয়েছি।"
এদিন তিনি আরও জানান, মার্কিন মহাকাশ ও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ‘স্টারলিংক’ এর লাইসেন্স আবেদনও অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। এই অনুমোদনের মধ্য দিয়ে বাংলাদেশে বড় প্রযুক্তি কোম্পানিগুলোর আনুষ্ঠানিক প্রবেশ শুরু হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
টেনসেন্ট হোল্ডিংস লিমিটেড ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত একটি চীনা বহুজাতিক প্রতিষ্ঠান, যারা গেমিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং এবং বিভিন্ন ইন্টারনেট-ভিত্তিক সেবা দিয়ে বিশ্বব্যাপী পরিচিত। কোম্পানির মালিকানায় রয়েছে জনপ্রিয় ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ‘রায়ট গেমস’, এবং আংশিক মালিকানা রয়েছে ‘এপিক গেমস’ ও ‘অ্যাক্টিভিশন ব্লিজার্ড’-এর মতো জায়ান্টদের।
বিশেষজ্ঞরা বলছেন, টেনসেন্টের মতো কোম্পানি বাংলাদেশে এলে দেশটির প্রযুক্তি খাতে বৈপ্লবিক পরিবর্তন আসতে পারে। এতে যেমন বিনিয়োগ বাড়বে, তেমনি দক্ষ জনবল তৈরির সুযোগও সৃষ্টি হবে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?