ভারতের সপ্তম শ্রেণির নতুন সমাজবিজ্ঞান বই থেকে বাদ দেওয়া হয়েছে দিল্লির মোগল ও সুলতানি শাসনামলের ইতিহাস। পরিবর্তে প্রাধান্য পেয়েছে মগধ, মৌর্য ও শুঙ্গ সাম্রাজ্যসহ প্রাচীন ভারতীয় শাসকদের ইতিহাস।
এ সিদ্ধান্ত এসেছে ভারতের নতুন শিক্ষানীতির আওতায়, যেখানে দেশটির ঐতিহ্য ও সংস্কৃতির ওপর জোর দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট পাঠ্যবই প্রকাশ করেছে ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশন অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি)। এর পাঠ্যক্রম দেশের কেন্দ্রীয় বোর্ডের আওতাধীন হাজার হাজার স্কুলে অনুসরণ করা হয়।
নতুন পাঠ্যবইয়ে শুধু ইতিহাস নয়, সংযোজন করা হয়েছে ‘মেক ইন ইন্ডিয়া’, ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ এবং অটল টানেল–এর মতো সাম্প্রতিক সরকারি প্রকল্পের বিষয়বস্তুও। পাশাপাশি এসেছে প্রয়াগরাজে অনুষ্ঠিত ২০২৫ সালের কুম্ভমেলার প্রসঙ্গ। বইটিতে স্থান পেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর ও সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের অবদানও।
সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে, সপ্তম শ্রেণির পুরনো বইয়ে আগে মোগল ও সুলতানি যুগের ওপর দুটি পৃথক অধ্যায় ছিল, যেখানে মুহাম্মদ বিন তুঘলক, ইখতিয়ার উদ্দিন খিলজি, মামলুক এবং ইব্রাহিম লোদির মতো শাসকদের সংক্ষিপ্ত ইতিহাস স্থান পেয়েছিল। নতুন পাঠ্যক্রমে সেগুলো পুরোপুরি বাদ দেওয়া হয়েছে।
শুধু সপ্তম শ্রেণি নয়, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠ্যক্রমে সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। কোথাও বাদ পড়েছে মোগল ইতিহাস, কোথাও ডারউইনের বিবর্তন তত্ত্ব বা নারী আন্দোলনের মতো গুরুত্বপূর্ণ অধ্যায়।
এই সিদ্ধান্তকে ঘিরে শিক্ষাবিদ ও ঐতিহাসিকদের একাংশে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের মতে, ইতিহাসের একপাক্ষিক চিত্র উপস্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে পূর্ণাঙ্গ তথ্য লুকানো হচ্ছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?