পহেলগাম হামলার ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার শ্রীনগর বিমানবন্দরে তাকে আটক করা হয়, কারণ তার মুখমণ্ডল একেবারে মিলে গেছে হামলাকারী হিসেবে প্রকাশিত একটি স্কেচের সঙ্গে।
সূত্র অনুযায়ী, সম্প্রতি পহেলগামে পর্যটকদের লক্ষ্য করে চালানো হামলার পর তদন্তে তিনজন জঙ্গিকে শনাক্ত করেছে নিরাপত্তা বাহিনী। তাদের মধ্যে দুইজন পাকিস্তানি নাগরিক – আলি ভাই ওরফে তালহা এবং হাশিম মুসা ওরফে সুলেমান। তৃতীয়জন একজন স্থানীয় – আদিল হুসেন থোকার। ইতিমধ্যে তিনজনের স্কেচ প্রকাশ করেছে তদন্তকারী সংস্থাগুলো।
বিমানবন্দরে সন্দেহভাজনের মুখ স্কেচের সঙ্গে পুরোপুরি মিলে যাওয়ায় তাকে তৎক্ষণাৎ আটক করা হয়। তবে আটক ব্যক্তি দাবি করেছেন, তিনি কোনো জঙ্গি নন; বরং একটি চলচ্চিত্র ইউনিটের সদস্য এবং শুটিংয়ের কাজে চণ্ডীগড় যাচ্ছিলেন।
তবে নিরাপত্তা বাহিনী তার দাবি যাচাই-বাছাইয়ের জন্য বিস্তারিত তদন্ত শুরু করেছে। তার পরিচয় ও ভ্রমণের উদ্দেশ্য সংক্রান্ত কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, পহেলগাম হামলার পর থেকে কাশ্মীর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যাত্রী চেকিং ও বায়োমেট্রিক স্ক্যানিংয়ের ওপর বিশেষ নজর দিচ্ছে কর্তৃপক্ষ।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?