সাভারের রানা প্লাজা দুর্ঘটনার কথা স্মরণ করে বাংলাদেশসহ বিশ্বজুড়ে পোশাক শ্রমিকদের মানবাধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ পার্লামেন্ট সদস্য আফসানা বেগম।
আন্তর্জাতিক শ্রমিক স্মৃতি দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “আমি তাঁদের সবাইকে শ্রদ্ধা জানাই, যারা শুধুমাত্র জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। পাশাপাশি শ্রদ্ধা জানাই বিশ্বের সাহসী ট্রেড ইউনিয়নকর্মীদের, যারা কঠিন পরিস্থিতিতেও সংগঠিত হয়ে অধিকার আদায়ের লড়াই করেছেন।”
বাংলাদেশি বংশোদ্ভূত এই এমপি ২০১৩ সালের ভয়াবহ রানা প্লাজা দুর্ঘটনার উদাহরণ টেনে বলেন, “২৪ এপ্রিলের সেই নির্মম ভবনধস আমাদের স্মরণ করিয়ে দেয়, কতটা ঝুঁকি নিয়ে আজও অনেক শ্রমিক কাজ করছেন।”
তিনি বলেন, এ ধরনের বিপর্যয় এড়াতে এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিকভাবে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।
প্রসঙ্গত, কর্মক্ষেত্রে নিহত ও আহত শ্রমিকদের স্মরণে প্রতিবছর ২৮ এপ্রিল আন্তর্জাতিক শ্রমিক স্মৃতি দিবস পালন করা হয়।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?