দশ বছরেরও বেশি সময় আগে ডেনমার্ক থেকে তুরস্কে ফিরে এসেছিলেন রাহমি কারাদেমির। এতদিন নিজ দেশের ভাষা তুর্কিতেই কথা বলছিলেন। কিন্তু হঠাৎ মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার (ব্লাড ক্লট) পর ঘটে গেল বিস্ময়কর ঘটনা—সেরে উঠে তিনি আর তুর্কি ভাষায় কথা বলতে পারছেন না, বরং অনর্গল বলছেন ড্যানিশ ভাষায়!
শুক্রবার কারাদেমির পরিবার ও চিকিৎসকরা জানান, ৬৭ বছর বয়সী এই ব্যক্তি এখন শুধু ড্যানিশ ভাষায় ভাব প্রকাশ করতে পারছেন, যদিও গত এক দশক ধরে তিনি তুর্কিতে কথা বলছিলেন।
বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, দীর্ঘদিন ডেনমার্কে কাটিয়ে তুরস্কের কোনিয়া প্রদেশে স্থায়ীভাবে বসবাস শুরু করেন রাহমি কারাদেমির। সম্প্রতি হাঁটুর অস্ত্রোপচারের পর মস্তিষ্কের বাম অংশে রক্ত জমাট বাঁধে তার। দ্রুত চিকিৎসার অংশ হিসেবে মস্তিষ্কের জমাট অংশ অপসারণ করেন স্নায়ু বিশেষজ্ঞরা।
সফল অস্ত্রোপচারের পর কারাদেমির শারীরিক অবস্থা উন্নত হলেও দেখা দেয় ভাষাগত সমস্যার নতুন সংকট। নিজের মাতৃভাষা তুর্কি বলতে না পেরে এখন শুধুই ড্যানিশ ভাষায় কথা বলছেন তিনি।
এমন অদ্ভুত পরিবর্তনে চমকে গেছেন তার স্ত্রী ও সন্তানরা। সৌভাগ্যক্রমে পরিবারের কয়েকজন সদস্য ড্যানিশ ভাষা জানেন বলে তাদের মধ্যে যোগাযোগ সম্ভব হচ্ছে।
কারাদেমি বলেন, “আমি তুর্কি ভাষা বুঝতে পারি, কিন্তু বলতে পারছি না। কয়েকটি তুর্কি শব্দ মনে আসে, তবে বাকিটা ড্যানিশে। এতে আমি খুব কষ্ট পাচ্ছি।”
কারাদেমির মেয়ে মেরাল কারাদেমির জানান, বাবাকে হঠাৎ করে ড্যানিশ ভাষায় কথা বলতে দেখে পুরো পরিবার অবাক হয়ে গেছে।
চিকিৎসক ড. গোখান ওজদেমির বলেন, এ ঘটনাটি ‘ফরেন ল্যাঙ্গুয়েজ সিনড্রোম’ নামে পরিচিত—a মস্তিষ্কে আঘাতজনিত একটি বিরল ঘটনা। তবে আশার কথা, ধীরে ধীরে কারাদেমির মাতৃভাষা তুর্কি ফেরত পেতে পারেন বলে আশা করছেন চিকিৎসকরা।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?