clock ,

অনন্ত অপূর্ণ দুঃখী-স্বপ্ন তরণী বেয়ে কবি চলে যায়

অনন্ত অপূর্ণ দুঃখী-স্বপ্ন তরণী বেয়ে কবি চলে যায়


শ্রদ্ধার্ঘ: কবি দাউদ হায়দার

 

 

চিরনিদ্রায় চলে যায়

অনন্ত হাহাকার আর তৃষ্ণাও কী সাথে যায়!

মায়া, মাটির মায়ার ছায়াপ্রীতিও কী সাথে ধায়!

জনম মাটির কোলে শেষ শয়ানের সুযোগ না হয়

স্বজন পরিজন বন্ধুজন ভক্তজন নীরবে অশ্রু ঝরায়।

অনাপোষ তীব্রতায় প্রদীপ প্রজ্জ্বলন শুদ্ধতায়

আপন অনুভবের জারনে বিজারনে দিন কেটে যায়

ভীনদেশী ভীনভাষী মানুষের সাহচর্যে তারুণ্য যৌবন প্রৌঢ়ত্ব অতিক্রান্ত হয়

শ্যামল স্বদেশের নদী জলে মাটিতে গড়াগড়ির বাসনা চির অপূরণ রয়ে যায়

কবি চলে যায়

কবি চলে যায়

স্বদেশ বন্দর ছিন্ন দেশে দেশে পাল তুলে হাওয়ায় হাওয়ায়

অবশেষে উড়াল অনন্ত সনুদ্দুরে বলাকা পাখায় কী গতির সঞ্চার!

সে চলে যায়

কবি চলে যায়

উড়ে উড়ে উড়ে উড়ে সুদূর নভোঃনীল অতিক্রমী কোন অজানায়!

কবি যায়

কবি চলে যায়

অনন্ত অপূর্ণ দুঃখী-স্বপ্ন তরণী বেয়ে কবি উড়ে ইড়ে কোথা চলে যায়!!

কবি উড়ে যায়

কবি চলে যায়

কোন সে অচীন অজানায়!

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য