clock ,

একগুচ্ছ কবিতা ১

একগুচ্ছ কবিতা ১

কষ্টের স্টেশনে অযথা হর্ণ

সোহরাব হোসেন

 

এই যে ভাই শুনছেন , আমাকে বলছেন বুঝি ?

জি আপনাকেই বলছি আচ্ছা বলুন শুনি,

 পথে কষ্টের বাড়ি কোনটাবলতে পারেন ?

কেন কষ্ট কে আবার কিসের এত

দরকার পড়লো আপনারবলা যাবে কি ?

 

বলা যাবে না মানেঅবশ্যই বলা যাবে,

তাহলে শুনুন, ------

আমি অতি সাধারণ একজন দিনমজুর

সারাদিন কঠোর পরিশ্রম শেষে

যেটুকু অর্থের যোগান নিশ্চিত করতে পারি

তা দিয়ে পরিবারের সবার পেটের ক্ষুধা যন্ত্রণা

পরিপূর্ণ তৃপ্তিতে নিশ্চিত করতে পারি না !

 

তাই কষ্টের চাপে জীবন সংসারে কষ্টের মাত্রা

এতটাই বেড়ে গেছে যেটানাটানিতেই বছরের

অধিকাংশ দিন মাসগুলো পার হয়ে যায়  ;

কষ্ট কে আমার অত বেশি কিছু বলার নেই।

 

শুধু বলবো ? আমার বাড়ির আশেপাশে

কতো সুন্দর সুন্দর বাগান বাড়িউঁচু দালান,

উঁচু ভবনে নির্মিত অট্রালিকা ওসব রেখে,

এই গরীব দিন মজুরের ভাঙ্গা বাড়িকে

তুমি বা তোমরা

 


রুখে দেবো
কবির কাঞ্চন

জুলাই-আগস্ট লাল হলো তাই
আমজনতা ক্ষুব্ধ
রক্ত দিলো আবু সাঈদ
রক্ত দিলো মুগ্ধ।

একাত্তরের চেতনা কী
জাগলো ওদের বুকে
'
দেশ বাঁচাতে জীবন দেবো'
সবার মুখে মুখে।

স্বাধীন দেশে বর্গি ঠেকাও
চরম প্রতিশোধে
সৈরাচারীর হয়নি উদয়
একটুখানি বোধ-এ।

দামাল ছেলে ছুটলো সেদিন
ঢাকা অভিমুখে
ভয়কে ওরা জয় করেছে
শত বাধা রুখে।

এই খবরটা ছড়িয়ে গেলে
সারাদেশের মাঝে
সৈরাচারের বুকের ভেতর
বিদায় ঘণ্টা বাজে।

সুযোগ বুঝে পালায় ওরা
যে যার মতো করে
গাঢাকা দেয় কেউবা আবার
রয় না পড়ে ঘরে।

আবার কোনো স্বৈরাচারে
দম্ভ যদি করে
সবাই মিলে রুখে দেবো
একটা একটা ধরে।


দুখি রানীর ঈদ

নার্গিস আক্তার

 

দুখি রানীর দুঃখ ছিল

আকাশ ছোঁয়া ছোঁয়া,

কষ্ট যে ছিল পাহাড় সমান

ঢাকা কালো ধোঁয়া।

 

দুখি রানীর কষ্ট দেখে

পাথর ক্ষয়ে যায়,

মানব হৃদয় চায়না ফিরে

আঘাত করে নায়।

 

দুখি রানীর চোখের পানি

মরু হয়ে যায়,

পাথরের হৃদয় কাঁদে না 

হেসে উড়িয়ে দেয়।

 


হুদাই

মহসিন আলম মুহিন 

 

হুদাই কেহামে এতো এ্যাহাজুড়ি করো,

নিজেও মরো, অন্যদেরকেও কেন মারো।

 

শিক্ষা করে মাথায় তোমাদের জমেছে কি গোবর?

শক্তিমান হয়ে করবে সেবা, তা না! খোঁড়ো অন্যের কবর।

 

মারার জন্য বানাও কত-শত শত মারণাস্ত্র,

কেমন ক্ষমতা দেখি-মানুষ বানাও কেমন তোমার হস্ত।

 

অন্যের ভালো দেখতে কেন এতো তোমার চুলকানি-

সামান্যতেই দেখাও কেনো অস্ত্রের এতো ঝলকানি।

 

তুমি নিজেই তোমার নও বুঝেও কেন বোঝো না-

'দিন পরে এই দুনিয়ায় তুমিও কিন্তু রবে না।

 

ভাব ছাড়ো জেদ ছাড়ো পেয়ে সামান্য ক্ষমতা-

"হুদাই" মানুষ মারা বন্ধ করো দেখাও তোমরা সততা।

 


You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য