শক্তির ফুল
আনজানা ডালিয়া
আমি যখন তুমিহীনতায় ভুগছিলাম
নিদারুন একাকীত্বের জোয়ারে ভাসছিলাম
ঠিক তখন ওই জেগে ওঠা চরে
বিশাল কারুকাজে এঁকে দিলে আমার নাম
বললে এতে কিছু লেখা আছে,পড় তো -
আমি চারদিক থেকে চেয়ে দেখলাম
নাহ্ বুঝতে পারিনি।
তুমি বললে 'ফুল'
আজ থেকে তোমার নাম দিলাম।
হ্যাঁ তুমি দিলে ফুল
কোমল,নরম কোন ফুল নয়
একটা অস্ত্র, শক্ত অস্ত্র,
অমানবিকতার সমাজে শক্ত হয়ে দাঁড়ানোর অস্ত্র।
তোমার প্রাপ্তিতে স্বাধীনতা
মহসিন আলম মুহিন
স্বাধীনতা তুমি বিশ্বকবির
হৃদয় নিংড়ানো সোনার বাংলা,
স্বাধীনতা তুমি শতজনমের
কাঙ্ক্ষিত ধন মুক্তোর মালা।।
স্বাধীনতা তুমি জাতীয় কবির-
খেয়াপারের তরণী,
স্বাধীনতা তুমি বিদ্রোহী কবিতার
প্রতিটি ছত্র অমিয় বাণী।।
স্বাধীনতা তুমি আলোকবর্তিকা
রাত পোহানোর ভাষা,
স্বাধীনতা তুমি দূরীভূত মেঘ,
সোনালী স্বপ্ন আশা।।
স্বাধীনতা তুমি বখতিয়ারের
অশ্বের পদ শব্দ।
স্বাধীনতা তুমি শোষিতের প্রাণ,
শোষকেরে কর জব্দ।।
স্বাধীনতা তুমি তিতুমীরের
ভালোবাসার অর্ঘ্য,
স্বাধীনতা তুমি ঈশা খাঁ-
আর বারো ভূইয়ার দুর্গ।
স্বাধীনতা তুমি ক্ষুদিরাম-
আর সূর্য সেনের বলী।
স্বাধীনতা তুমি মজলুম নেতার
সে কথা কেমনে ভুলি।
স্বাধীনতা তুমি শেরে বাংলার
সারাজীবনের দর্শন।
স্বাধীনতা তুমি লাহোর প্রস্তাব;
ভেসে ওঠা সেই দর্পণ।
স্বাধীনতা তুমি বাকশক্তি-
ফিরিয়ে দেওয়া বায়ান্ন সাল।
স্বাধীনতা তুমি শহীদের রক্তে
ভেজা, বক্ষ বিশাল।
স্বাধীনতা তুমি গণ অভ্যূত্থান,
উনিশশত উনসত্তরের।
স্বাধীনতা তুমি শ্রেষ্ঠ প্রাপ্তি-
অধিকার বঞ্চিত কোটি মানুষের।
স্বাধীনতা তুমি ষড়যন্ত্রের-জাল
ছিন্ন করা মুক্ত কপোত।
স্বাধীনতা তুমি সময়ের টানে,
বাঙালির এক বজ্রশপথ।
স্বাধীনতা তুমি বঙ্গবন্ধুর,
উচ্চারিত ছয় দফা।
স্বাধীনতা তুমি শোষক গোষ্ঠীর,
শ্যেন দৃষ্টিতে এক রোখা।
স্বাধীনতা তুমি সত্তরের,
সংখ্যাধিক্য বিজয় আসন।
স্বাধীনতা তুমি দাবী আদায়ের,
জোরালো এক কথোপকথন।
স্বাধীনতা তুমি ৭ই মার্চের,
রাখাল রাজার বজ্র বাণী,
স্বাধীনতা তুমি মুক্তির দূত-
স্থপতির গাওয়া মধুর ধ্বনি।
স্বাধীনতা তুমি পঁচিশ মার্চের,
ভয়াল রাত্রি অভিশাপের!
স্বাধীনতা তুমি পাপিষ্ঠ চেহারা,
ভুট্টো, ইয়াহিয়া, পাকিস্তানের।
স্বাধীনতা তুমি ডিসেম্বরের-
ষোলো তারিখের জয় উল্লাস
স্বাধীনতা তুমি বীর শ্রেষ্ঠ,
বুদ্ধিজীবিদের নব ইতিহাস।
স্বাধীনতা তুমি স্বাধীন কন্ঠ,
কালুরঘাটে-''মহানায়কের''।
স্বাধীনতা তুমি উপহার দিলে,
জিয়ার মত দেশপ্রেমিকের।
স্বাধীনতা তুমি প্রশাসনের,
স্বাধীনতা তুমি জনগণের।
স্বাধীনতা তুমি ধিক্কার হানো
রাজাকার আর বেঈমানের।।
স্বাধীনতা তুমি পুত্র হারানো,
বাংলা মায়ের লক্ষ আচঁল।
স্বাধীনতা তুমি অনেক নিয়ে
ফিরিয়ে দেওয়া-"রবির আদল"।।
স্বাধীনতা তুমি বিশ্বমাঝে,
লাল-সবুজ পতাকার একটি দেশ।
স্বাধীনতা তুমি শক্তি দাও,
গড়িতে সেই সোনার দেশ।।
ঈদের জামা
মাসুদ রানা
বাবার কেনা ঈদের জামা
ধরতাম কত বায়না,
বাবা আমার বলত খোকা
আমার বুকে আয়না।
বাবা মায়ের আদর খোকা
ছিলাম শিশু কালে,
বাবা মায়ের খুশি রাখত
সারাক্ষণ নেচ খেলে।
ঈদের খুশি বয়ে আনে
পরিবার আপন জন,
বাবার সাথে ঈদগাহে যাব
যেতাম আনন্দে মন।
বাবা আমার কষ্টে করে
রাখত খুশি আমার,
পরিবারের বুঝতে দিতনা
কষ্টে হলে বাবার।
মাথায় ঘাম পায়ে ফেলে যে
ছিলো উপার্জন তার,
নিজে না খেয়ে খোকা ভাল
সারাক্ষণ চিন্তা আর।
বাবা আমার খুশি হয়তো
খোকার জামা দিয়ে,
বাবার মুখে থাকত কথা
খোকা বুকে নিয়ে।
স্বাধীন হলে
সাঈদুর রহমান লিটন
মুক্ত আকাশ পেলে পাখি
উড়ে যেতে পারে,
ইচ্ছা মতো উড়বে পাখি
আটকায় কেবা তারে?
শিকল পরা পায়ে থাকলে
যায় না দূরে যাওয়া
পেটে যদি ক্ষুধাও থাকে
মোটেই যায় না খাওয়া।
চোখ রাঙিয়ে বললে কথা
মনটা থাকে মরা,
আকাশ ভরা বৃষ্টি থাকলেও
মনে থাকে খরা।
পাখির মতো স্বাধীন হয়ে
পুরো দেশে চলি,
যখন যেমন ইচ্ছা হবে
তেমন কথা বলি।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?