শিরোনামহীন
রাশেদুল হক
শিল্প-সাহিত্যের হন্তারক,
তোরা আমার বাংলাকে পারবিনা শৃঙ্খলে বাঁধতে!
ঘৃণায় দলা পাকানো থুথু তোদের জন্য
আমৃত্যু আমার গ্রন্থিতে জন্ম নেবে প্রতিনিয়ত!
লালন, হাছন, জয়নুল, কামরুল যে দেশের প্রাণ
আলাউদ্দিন খাঁন, অদ্বৈত, আব্দুল আলীম
যে দেশের ঘরে ঘরে, অন্তরে অন্তরে,
সে দেশে তোরা কেবলই ক্লীব, নপুংসক!
সুন্দর রয়ে যাবে চিরকাল-
শিল্প সাহিত্যের অমিয় সুধা
মৃত সঞ্জীবনী হয়ে জিইয়ে রাখবে
পুরুষ থেকে পুরুষাণুক্রমে!
পূর্বপুরুষের বীজ থেকে জন্ম নেবে বারংবার
জারি-সারি-ভাটিয়ালী-মুর্শিদী,ভাওয়াইয়ার মহীরুহ
আলোকিত এ বাংলায়
তোদের পরিচয় কেবলই নিশাচরসম
দিনের আলোতে যাদের ভীষণ ভীষণ ভয়!
নিখোঁজ
নাফিসা খান
দেখা নেই তার
যার কারণে শুচিম্মিত অন্তর ,
মুকুর চয়নে পোড়ে জলছবি
পড়শি কিশোরী কোন বার্তা রাখেনি
তবু, আশা আছে
ভার নিতে খোলা জালনায়
গরহাজির শালিকের জুটি
গদি
রাশেদুল হক
গদি চাই গদি
যে করেই হোক,
গোল্লায় যাক সব
মানুষ মরুক!
থাকলে গদি আর
টাকার গরম,
কি হবে পরোয়া করে
লজ্জা শরম!
গদির ক্ষমতা কত
সে তো বেশ জানা,
যা খুশি তা করতে
নেই কোনও মানা!
গাড়ী-বাড়ী-নারীতে
নেই কোনও ক্ষতি,
দেশের প্রধান হবো
সমাজেরও পতি!
লাল গালিচায় হেঁটে
পাইবো স্যালুট,
গদি চাই গদি
সব হয়ে যাক লুট!
অভিশাপ দিক যতো
দেশের মানুষ,
ওড়াবো মনের সুখে
স্বপ্ন ফানুস!
গদি আহা গদি
পাইতে তোমায়,
গুড়াবো জনপদ
বারুদ বোমায়!
ওদের অহংকার
সোহরাব হোসেন
আমাকে ভাসাতে চেয়েছে নদী সাগর অথৈজল
আমাকে ভাসাতে পারেনি কোনো ঢেউ
সাগর থেকে উছলিয়া আসা হিংস্র গর্জনে
অবাক করা অবাধ্য ঢেউয়ের পর ঢেউয়ে !
আমার প্রশংসা হারাতে পারেনি কোনো ষড়যন্ত্র
ক্ষণে ক্ষণে ছুটে আসা শত্রুর তীর,
অথচ সর্বত্র ভালোবাসাতে মোড়ানো স্থির চিত্র।
আমার কন্ঠের বেজে ্রঠা ফাগুন বসন্তের সুর
কেড়ে নিতে চেষ্টা হয়েছিল অফুরন্ত কৌশলগত -
পারেনি, ঐ- সুর কেবল এই কন্ঠে'ই মানানসই।
আমার হৃদয়ে করেছে ক্ষত, ক্ষতি করতে পারেনি,
অপরিমেয় ভালবাসার ভক্তকুলের লালিত হৃদয়ে।
বাস্তব প্রেক্ষাপটে পরনিন্দাকারীর সঙ্গ অতি নগন্য !
হঠাৎ পিছনে ফিরে দেখি ভাটির গাঙে ভেসে যায়,
শত্রুতা, ছলনা, হিংসা, মনে পোষা ওদের অহংকার।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?