clock ,

অব্যবহৃত আইফোনের ৯টি নতুন ব্যবহার

অব্যবহৃত আইফোনের ৯টি নতুন ব্যবহার

আপনার পুরনো আইফোন যদি দৈনন্দিন কাজে ব্যবহার না হয়, তাহলে সেটি অকেজো নয়। বিক্রি না করে কিংবা ড্রয়ারে ফেলে না রেখে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট মেক ইউ অব অব্যবহৃত আইফোনের ৯টি চমৎকার ব্যবহারের পরামর্শ দিয়েছে

১. ওয়েবক্যাম হিসেবে ব্যবহার

ডেস্কটপ কম্পিউটারে ওয়েবক্যাম নেই? নতুন কেনার দরকার নেই, আপনার পুরনো আইফোনই হতে পারে একটি কার্যকর ওয়েবক্যাম। ম্যাক ব্যবহারকারীরা কন্টিনিউটি ক্যামেরা ফিচারের মাধ্যমে আইফোনকে ওয়্যারলেস ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করতে পারেন। আর উইন্ডোজ ব্যবহারকারীরা ক্যামো বা অন্যান্য থার্ড-পার্টি অ্যাপ দিয়ে এটি করতে পারেন।

২. ওয়্যারলেস স্পিকার হিসেবে ব্যবহার

ম্যাকের বিল্ট-ইন স্পিকারের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন আইফোন। এয়ারফয়েল বা অনুরূপ অ্যাপের মাধ্যমে ম্যাক থেকে আইফোনে অডিও স্ট্রিম করে দুর্দান্ত সাউন্ড অভিজ্ঞতা পাওয়া সম্ভব।

৩. ভিআর হেডসেটের বিকল্প

গুগল কার্ডবোর্ডের মতো সাশ্রয়ী মূল্যের ভিআর হেডসেট ব্যবহার করে আইফোনে ৩৬০ ডিগ্রি ভিডিও দেখা বা ভার্চুয়াল ট্যুর উপভোগ করা যায়।

৪. এআই চ্যাটবট ডিভাইস

আপনার ডেস্ক বা নাইটস্ট্যান্ডে আইফোন রেখে এআই চ্যাটবট অ্যাপ চালু করে সেটিকে স্মার্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করতে পারেন।

৫. গান ও অডিওবুক প্লেয়ার

আইফোনকে আইপ্যাডের মতো ব্যবহার করে মিউজিক ও অডিওবুক শোনার জন্য মাই ক্ল্যাসিক অ্যাপ ডাউনলোড করতে পারেন।

৬. স্মার্ট হোম কন্ট্রোলার

আইফোনে অ্যাপল হোম বা গুগল হোম অ্যাপ ইনস্টল করে স্মার্ট লাইট, ক্যামেরা, থার্মোস্ট্যাট ইত্যাদি নিয়ন্ত্রণ করা সম্ভব।

৭. রান্নাঘরের পারফেক্ট সহকারী

রান্নার সময় রেসিপি অর্গানাইজার অ্যাপ ইনস্টল করে এটি ব্যবহার করতে পারেন। পাশাপাশি বিনোদনের জন্য পডকাস্ট বা গান চালিয়ে রাখতে পারেন।

৮. আধুনিক স্পিকারে রূপান্তর

যেকোনো পুরনো স্পিকারকে আধুনিক করতে আইফোনে হাই সিরি অ্যাপ ইনস্টল করুন এবং স্পিকারের সঙ্গে সংযুক্ত করুন।

৯. ডাম্ব ফোন হিসেবে ব্যবহার

যারা অপ্রয়োজনীয় ডিজিটাল ডিস্ট্রাকশন এড়িয়ে চলতে চান, তারা ব্ল্যাঙ্ক স্পেস লঞ্চার ব্যবহার করে আইফোনকে শুধুমাত্র কল, মেসেজ ও মৌলিক কাজের জন্য ব্যবহার করতে পারেন।

আপনার পুরনো আইফোনকে ফেলে না রেখে এই নতুন উপায়গুলোতে ব্যবহার করে দেখতে পারেন!

 

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

সম্পর্কিত খবর

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য