clock ,

নির্বাচন উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানে চার দিনের ছুটি কার্যকর

নির্বাচন উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানে চার দিনের ছুটি কার্যকর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোটকে সামনে রেখে ১১ ১২ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মোট চার দিন বন্ধ থাকবে। সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি পাঠানো হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৫ জানুয়ারির প্রজ্ঞাপনের আলোকে ১১ ১২ ফেব্রুয়ারি সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে। ভোটাধিকার প্রয়োগ সুষ্ঠুভাবে ভোট গ্রহণের সুবিধার্থে সময়ে সরকারি বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা কর্মচারীরা ছুটির আওতায় থাকবেন।

এছাড়া নির্বাচন উপলক্ষে সারা দেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। শিল্পাঞ্চলের শ্রমিক-কর্মচারীদের ভোটদান নিশ্চিত করতে ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার বিশেষ ছুটিও নির্ধারণ করা হয়েছে। এই সংক্রান্ত প্রজ্ঞাপনের ছায়ালিপি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবগতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

সম্পর্কিত খবর

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য